সমুদ্রসৈকতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজশিক্ষার্থী

Share

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজশিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০৮ মার্চ) দুপুর ১টার সময় সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালী সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সীতাকুণ্ড গার্লস কলেজের এক শিক্ষার্থী শনিবার দুপুরে রাকিব নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে যায়। বেড়িবাঁধ পার হয়ে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাদের জিম্মি করে উপকূলের ঝাউ বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করা হয়। পরে পালাক্রমে চারজন ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। স্থানীয় লোকজন খবর পেয়ে মেয়েকে উদ্ধার করেন। ধর্ষণকারীরা পালিয়ে গেলেও এ ঘটনা জড়িত রাশেদ নামের একজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমরা দুজন ঘুরতে গিয়েছিলাম গুলিয়াখালীতে। সাগর পাড়ে নামার সময় আমাকে জিম্মি করে ধরে নিয়ে পাশের একটি জঙ্গলে (ঝাউবন) নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। অনেক আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি।

স্থানীয় বাসিন্দা মুন্না বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মেয়েকে উদ্ধার করি। মেয়েটি খুবই ভয়ের মধ্যে ছিল। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, সমুদ্রসৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। বিভিন্ন সময় পর্যটকরা নানাভাবে বখাটে ও সন্ত্রাসীর হাতে হয়রানির শিকার হচ্ছেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। ঘটনার বিষয় জানার জন্য মেয়েটির সঙ্গে কথা বলছি। এ ঘটনায় রাশেদ নামের একজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হলে ২০ হাজার টাকা জরিমানার...

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে...

আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ

পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপে ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের...