ভারতের বিশ্বকাপজয়ী তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নবম ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুলে শেহবাগকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন ইংল্যান্ড লিজেন্ডস দলের অধিনায়ক পিটারসেন।
মঙ্গলবার রায়পুরে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি করেন পিটারসেন।
এর আগে এই রোড সেফটি সিরিজে মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ লিজেন্ডস দলের বিপক্ষে মাত্র ২০ বলে দ্রুততম ফিফটি করেছিলেন শেহবাগ। সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৩৫ বলে ১০টি চার ও ৫টি ছ্ক্কায় অপরাজিত ৮০ রান করেন শেহবাগ।
এদিন ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে দুই চার ও দুই ছক্কায় ২২ রান আদায় করে নেন ইংলিশ এই তারকা ব্যাটসম্যান। মাত্র ৫ বলে ১৭ রান করা ইংলিশ এই তারকা ব্যাটসম্যান সপ্তম ওভারে যুবরাজ সিংকে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ফিফটি পূর্ণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১২.২ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ১৩০ রান। ৩৪ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৩ রানে অপরাজিত আছেন পিটারসেন।