লিজেল লির ব্যাটিং তাণ্ডবে ভারতের মাঠে দুর্দান্ত জয় পেল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
শুক্রবার লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা।
ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই ফেরেন ওপেনার জেমিমা রদ্রিগেজ। তিনে ব্যাটিংয়ে নামা পুনম রাউতের সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে ফেরেন অন্য ওপেনার স্মৃতি মান্ধানা (২৫)।
তৃতীয় উইকেটে পুনমের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন অধিনায়ক মিথিলা রাজ। এদিন ৫০ বলে ৩৬ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটে দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মিথিলা।
তার আগে ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান শার্লত এডওয়ার্ডস এই রেকর্ড গড়েন। ইংলিশ এই কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে হলে আর মাত্র ২৭২ রান করতে হবে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ককে।
মিথিলা রাজের এমন রেকর্ড গড়া ম্যাচে ৫ উইকেটে ২৪৮ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন পুনম রাউত। এছাড়া ৩৬ রান করে করেন মিথিলা, হরমনপ্রীতি কৌর ও দিপ্তি শর্মা।
টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন লিজেল লি। তার একার লড়াইয়ে ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৩ রান করা দক্ষিণ আফ্রিকা বৃষ্টি আইনে ৬ উইকেটে জয় পায়। দলের জয়ে ১৩১ বলে ১৬টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ১৩২ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেন লিজেল লি। এছাড়া ৩৭ রান করেন মিগনন ডু প্রিজ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৪৮/৫ (পুনম ৭৭, মিথিলা ৩৬, হরমনপ্রীতি ৩৬, দিপ্তি ৩৬; শাবনিম ইসমাইল ২/৪৬)।
দক্ষিণ আফ্রিকা: ৪৬.৩ ওভারে ২২৩/৪ (লিজেল লি ১৩২*, ডু প্রিজ ৩৭)।
ফল: দক্ষিণ আফ্রিকা বৃষ্টি আইনে ৬ উইকেটে জয়ী।