রাবাদার কাছে ‘আইপিএলের চেয়ে দেশ বড়’

Share

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা আইপিএলের চেয়ে নিজের দেশকেই এগিয়ে রেখেছেন। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নয়, জাতীয় দলের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন তিনি।

আগামী ২-১৬ এপ্রিলের মধ্যে তিন ওয়ানডে এবং চার টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানকে আতিথেয়তা দিতে পারে প্রোটিয়ারা। জাতীয় দল ও আইপিএলের সময়সূচি একই সময়ে পড়লে মুশকিল হবে রাবাদার। তবে এই ‘দ্বন্দ্ব’ থেকে বেরিয়ে আসার সহজ পথটাও জানিয়ে দিয়েছেন তিনি। দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন বলে জানিয়ে দিয়েছেন প্রোটিয়া পেসার।

রাবাদা বলেন, ‘দেশকে প্রথমে এগিয়ে রাখব। যদি একই সময়ে সফরের সময়সূচি থাকে তবে আমি হয়তো আইপিএলের এক সপ্তাহ মিস করতে পারি। জাতীয় দলের হয়ে খেলাকেই আমি সবার আগে প্রাধান্য দেবো। যদিও আমি দিল্লির হয়ে খেলতে ভালোবাসি। এটাই একমাত্র দল যাদের হয়ে আমি খেলেছি এবং ভারতে ঐটাই আমার ঘর।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম অস্ত্র রাবাদা। গত মৌসুমে ১৮.২৬ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩০ উইকেন নেন তিনি।

Related Articles

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেন না সোহানরা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে...

ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, বড় সংঘাতের আশঙ্কা

ভারত-পাকিস্তান বিরোধের জেরে এবার স্থগিতই হয়ে গেল পিএসএল। এর আগে গতকাল পিএসএলের...

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, মাঝপথে বন্ধ আইপিএল ম্যাচ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াজ্ঞনেও । ধর্মশালায় আজ নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই...

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২...