যে কারণে সাকিবের ‘বদলি’ মোসাদ্দেক

Share

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওডিআই এবং তিনটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

সবশেষ উইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজে জয়ী দল থেকে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন মোসাদ্দেকের ফেরা। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ‘বদলি’ হিসেবে মোসাদ্দেককে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

মোসাদ্দেকের অন্তর্ভূক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বলেছেন, তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়েছে সাকিব। নিউজিল্যান্ড সফরে সে যাচ্ছে না। তার জায়গায় আরেক অলরাউন্ডার মোসাদ্দেককেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে নির্বাচকদের। আসলে সাকিবের বিকল্প তো হয় না। ওর মতো বা ওর অভাব পূরণ করার মতো কেউ নেই আমাদের। আমাদের মনে হয়েছে সাকিবের ভূমিকা যতটা সম্ভব পালন করতে পারবে মোসাদ্দেক।

নান্নু আরও বলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলেছে মোসাদ্দেক। ব্যাটিং খুব ভালো না করলেও বোলিং ভালো করেছে সেখানে। এরপর আবুধাবি টি-টোয়েন্টিতে খেলেছে সে। আরেকটা ব্যাপার হলো ওর অভিজ্ঞতা। নিউজিল্যান্ডে নতুন কারও জন্য গিয়ে খেলা কঠিন। তার সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেজন্য তাকেই উপযুক্ত মনে করেছে নির্বাচকরা।

মোসাদ্দেকের টি-টোয়েন্টি ক্যারিয়ার অতো সমৃদ্ধ না হলেও ওয়ানডেতে ভালো পারফরম্যান্স রয়েছে। সীমিত পরিসরের এই ফরম্যাটে ৩৫টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ৫৪৯ রান করেছেন। এর মধ্যে দুটি অর্ধশতক রয়েছে।

Related Articles

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেন না সোহানরা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে...

ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, বড় সংঘাতের আশঙ্কা

ভারত-পাকিস্তান বিরোধের জেরে এবার স্থগিতই হয়ে গেল পিএসএল। এর আগে গতকাল পিএসএলের...

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, মাঝপথে বন্ধ আইপিএল ম্যাচ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াজ্ঞনেও । ধর্মশালায় আজ নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই...

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২...