মাটির ঢিবিতে মিলল কষ্টি পাথরের মূর্তি

Share

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহেশপুর জেএসকে ইটভাটায় জমাকৃত মাটির ঢিবি থেকে একটি কষ্টি পাথরের খোদাই করা মূর্তি উদ্ধারের খবর পাওয়া গেছে। আজ বুধবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি ৫ কেজি ৬০০ গ্রামের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইটভাটা শ্রমিকরা মাটির ঢিবি খুঁড়তেই মূর্তিটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ধারণা করেন এটি কষ্টি পাথরের মূর্তি হতে পারে। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল থেকে ভাঙ্গা মূর্তি উদ্ধার করে নিয়ে আসে।

সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, উপজেলার মহেশপুর একটি ভাটা থেকে কষ্টি পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি আমরা জেলা প্রশাসকের কাছে ট্রেজারিতে সংরক্ষণের জন্য প্রেরণ করছি। তারা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন।

Related Articles

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের...

আলুর ভালো ফলন হলেও বড় লোকসানে কৃষকরা

গত মৌসুমে আলুচাষিরা ভালো ফলন ও দামে সন্তুষ্ট হয়েছিল। গত মৌসুমের মতো...

দায়িত্ব নিলেন পাটগ্রাম পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলররা

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মেয়রের দায়িত্ব নিয়েছেন মো. রাশেদুল ইসলাম সুইট। আজ রবিবার...

ব্যস্ত রাস্তায় যুবককে মারধর, গ্রেফতার ৩

রংপুরে প্রকাশ্য দিবালোকে এক যুবককে রাস্তায় ফেলে কয়েকজন লাঠি ও দেশীয় অস্ত্র...