​ভাষাশহীদদের বিনম্র শ্রদ্ধা সাকিব-মুশফিকদের

Share

মায়ের ভাষার জন্য প্রাণ বিসর্জনের দিন আজ। ২১ ফেব্রুয়ারি। বাংলাকে রাষ্ট্রভাষা করতে তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। এই দিনটি বাঙালি জাতির জন্য শোকাবহ আর গৌরবোজ্জ্বলের। সময়ের পথ ধরে এই দিনটি তাই ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। মাতৃভাষা আন্দোলন পা দিয়েছে ৬৯ বছরে। মহান এই ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে আজ গোটা জাতি। যেখানে আছেন ক্রীড়াঙ্গনের মানুষরাও।

অন্তর্জালের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বীর শহীদদের শ্রদ্ধা জানালেন বাংলাদেশের ক্রিকেটাররা। তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও দোয়া…যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা “বাংলা”। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ একটি ছবিও পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। যেখানে লেখা আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে জড়িয়ে থাকা অমর সেই গানের শুরুর লাইন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

ঠিক তাই ২১ ফেব্রুয়ারি রক্তে রাঙানো এক অমর অধ্যায়। এই দিনে আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘সবারই রয়েছে তার মাতৃভাষায় কথা বলার অধিকার। আর আমাদের সেই অধিকার রক্ষার জন্য ১৯৫২ সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকেরা প্রাণের মায়া ত্যাগ করে নেমে এসেছিলেন রাজপথে। স্মরণ করছি সকল ভাষাসৈনিকদের, যাদের জন্য আজ গর্ব করে কথা বলতে পারি বাংলা ভাষায়।’

শ্রদ্ধা জানালেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি তার ফেসবুক পেজে লিখলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও গৌরবের এই দিনটাতে শুভেচ্ছা জানালেন। তিনি তার ফেসবুক পেজে একটি ছবিিদিয়ে ক্যাপশনে লিখলেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

সৌম্য সরকার তার ভেরিফাইড ফেসবুক পেজে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখলেন, ‘ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা। সেই সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা শত্রুর তাজা বুলেটকে উপেক্ষা করে আমাদের জন্য ছিনিয়ে নিয়ে এসেছেন এই প্রাণের ভাষাকে, এই বাংলা ভাষাকে।’

Related Articles

ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, বড় সংঘাতের আশঙ্কা

ভারত-পাকিস্তান বিরোধের জেরে এবার স্থগিতই হয়ে গেল পিএসএল। এর আগে গতকাল পিএসএলের...

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, মাঝপথে বন্ধ আইপিএল ম্যাচ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াজ্ঞনেও । ধর্মশালায় আজ নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই...

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২...

এল ক্লাসিকো জিতে কোপার চ্যাম্পিয়ন বার্সা

আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ‘না, না’। ব্লাঙ্কোস কোচ কার্লো...