‘ভারতের স্কুলে যে সুবিধা, তা আমাদের জাতীয় দলেও নেই’

Share

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন আবার আলোচনায়। একসময় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সমান দক্ষতায় নজর কাড়া এই অলরাউন্ডার সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনালে অতিথি হয়ে এসে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা নিয়ে মন্তব্য করেছেন।

মঙ্গলবার রাতে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাসির বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়, ভারতের একটা স্কুলে যে সুযোগ-সুবিধা আছে, আমাদের জাতীয় দলে সেটিও নেই। সে অনুযায়ী বললে, বাংলাদেশ ভালো খেলে। তবে আরও ভালো খেলার সুযোগ ছিল, আমরা আরও ভালো করতে পারতাম। আশা করি, দল সবসময় ভালো খেলবে এবং দেশের সুনাম বয়ে আনবে।’

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে নাসির সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছেন। প্রায় দুই বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেললেও পুরোপুরি ছন্দ হারাননি। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৫ ম্যাচে করেছেন ২ হাজার ৬৯৫ রান, রয়েছে দুটি শতক ও ১৪টি অর্ধশতক। বল হাতে নিয়েছেন ৩৯ উইকেট।

জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো তাড়া করে নাসিরকে, ‘বাংলাদেশে সবই সম্ভব। সুযোগ-সুবিধা থাকলে অবশ্যই জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ, সামনে প্রিমিয়ার লিগ ও ডিপিএল খেলবো। শুধু বললেই তো হবে না, পারফর্ম করে জায়গা নিতে হবে। সেই চেষ্টা করবো।’

Related Articles

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিরাপত্তা দিতে...

কাঁচা কাঁঠাল কেন খাবেন

অনেকের কাছেই কাঁঠাল খুব পছন্দের একটি ফল। তবে তা পাকা অবস্থায়। রসালো...

দেশের উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির বার্তা ছড়াতে আলিয়ার বিশেষ উদ্যোগ

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যখন প্রতিবেশীর নিন্দায় সমস্বরে গর্জন ছেড়েছেন বলিউড তারকারা, তখন...

বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই

‘পেপে’ নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা মারা গেছেন। তার বয়স...