নিউজিল্যান্ডের সেই মসজিদে জুমা আদায় করে আপ্লুত মুশফিক

Share

বাংলাদেশ দলের নিউজল্যান্ড সফর মানেই গা শিউরে ওঠার ভয়ানক সেই দুঃসহ স্মৃতি।

২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজ আদায় করতে গিয়ে ভয়াবহ এক ঝুঁকির মুখে পড়েছিলেন টাইগাররা। আল্লাহর ইচ্ছায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বেঁচে যান তামিম-মুশফিকরা। সংবাদ সম্মেলন একটু দেরিতে শুরু হওয়ায় ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজ পড়তে যেতে দেরি হয়। আর এই কয়েক মিনিট দেরি হওয়ায় সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যায় বাংলাদেশ ক্রিকেট দল ।

সেই ভয়াবহ দুঃস্মৃতি সঙ্গে নিয়েই দুই বছর পর সেই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেবার না পারলেও এবার ভালোভাবেই নামাজ আদায় করেছেন তারা।

নামাজ আদায়ের পর দুবছর আগের সন্ত্রাসী হামলার ঘটনা মনে করে আপ্লুত হয়ে পড়েন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নামাজ শেষে সেই মসজিদের সামনে ছবি আপলোড করে ক্যাপশনে মুশফিক লিখেছেন—‘আসসালামু আলাইকুম। এটিই সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।’

ক্যাপশনে কান্নার ইমোজি জুড়ে দিয়েছেন মুশফিক। বোঝাই যাচ্ছে—দুই বছর আগে সেই ঘটনার দুঃসহ স্মৃতির কিছুই ভোলেননি মি. ডিপেন্ডেবল। এবার সেই মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে আবেগে কেঁদেছেন তিনি!

Related Articles

এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ডান অ্যাঙ্কেলে চোট—সবকিছু মিলিয়ে কঠিন এক সপ্তাহ কাটছে...

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে...

আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা

আইপিএল ২০২৫-এ একটিও ম্যাচ না খেলেই গুজরাট টাইটান্স শিবির ছাড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার...