প্রথম টেস্ট দুই দিনেই জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছিল আফগানিস্তান। সেই হারের প্রতিশোধ নিতেই আজ মাঠে নেমেছে আফগানরা। দলে ফিরেছেন বড় তারকা রশিদ খান, সঙ্গে আরও চারটি পরিবর্তন এসেছে আফগান একাদশে।
আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), আসগর আফগান (ক্যাপটেন), শহীদুল্লাহ কামাল, রশিদ খান, আমির হামজা ও সায়েদ শিরজাদ।
জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, তারিসই মুসাকান্দা, শেন উইলিয়ামস (ক্যাপটেন), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নায়ুচি।