রমনার ডিসি-শাহবাগের ওসি আহত, আটক ৫

Share

বাংলাদেশ সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে যায়। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

পরে পুলিশ লাঠিচার্জ করে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পালটা হামলায় আহত হন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

 

 

এই ঘটনায় আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে জলকামান থাকলেও পুলিশকে সেটা ব্যবহার করতে দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, রমনা বিভাগের ডিসির ঠোঁট ও হাত ফেটে রক্ত বের হচ্ছিলো। তাছাড়া শাহবাগ থানার ওসির মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থলেই তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার সময় এবং পরে চাকরিচ্যুত আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আটক করতে দেখা গেছে।

এ বিষয়ে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছি সচিবালয়ের সামনে থাকা যাবে না। আমরা তাদের সরিয়ে দিতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেছে।

Related Articles

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিরাপত্তা দিতে...

কাঁচা কাঁঠাল কেন খাবেন

অনেকের কাছেই কাঁঠাল খুব পছন্দের একটি ফল। তবে তা পাকা অবস্থায়। রসালো...

দেশের উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির বার্তা ছড়াতে আলিয়ার বিশেষ উদ্যোগ

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যখন প্রতিবেশীর নিন্দায় সমস্বরে গর্জন ছেড়েছেন বলিউড তারকারা, তখন...

‘ভারতের স্কুলে যে সুবিধা, তা আমাদের জাতীয় দলেও নেই’

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন আবার আলোচনায়। একসময় ব্যাটিং, বোলিং...