এবার টিকা নিলেন টাইগ্রেসরা

Share

এবার নারী ক্রিকেটারদেরও ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অলরাউন্ডার জাহানারা আলম ও স্পিনার রুমানা আহমেদকে টিকা নিতে দেখা যায়। এর আগে তামিম ইকবালরা টিকা নিয়েছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে টিকা নেয়ার ছবি শেয়ার করে জাহানার লিখেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি। সোমবার কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। বিসিবি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।’ এরপরই মজা করে তিনি লিখেন, ‘ভয় ভ্যাকসিনের জন্য নয়, সুচের জন্য পেয়েছি।’

রুমানা আহমেদও টিকা নেয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তিনি লিখেন, ‘করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়া হয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে, আমি এখনো নিরাপদে আছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মাননীয় প্রধানমন্ত্রীকে এই মহামারীর সময়ে ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানাই।’

২৩শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাওয়ার লক্ষ্যে আগেই করোনার টিকা নেয় বাংলাদেশ ক্রিকেট দলের পুুরুষ সদস্যরা। ১৮ ও ২০শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে ডাক পাওয়া ক্রিকেটার ও কোচিং স্টাফরা দুই দফায় ভ্যাকসিন গ্রহণ করেন।

বোর্ড জানায়, প্রথম দফায় শুধু নিউজিল্যান্ড সফরে যাবেন এমন ক্রিকেটাররাই টিকা নেবেন। সফরে সুযোগ না পাওয়া জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে ক্লাবের ক্রিকেটাররা পরে টিকা পাবেন। তারপরই ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের আনা হবে কার্যক্রমটির আওতায়।

Related Articles

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২...

এল ক্লাসিকো জিতে কোপার চ্যাম্পিয়ন বার্সা

আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ‘না, না’। ব্লাঙ্কোস কোচ কার্লো...

শেষ পর্যন্ত কোপার ফাইনালে খেলার সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি আরএমটিভির মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে প্রচারণা, রেফারিদের কান্না, রিয়ালের পক্ষ...

ফুটবলে হামজা উন্মাদনা, অনলাইন টিকিটের চিন্তা বাফুফের

প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরতেই দেশের ফুটবলে উন্মাদনা...