বলিউড বাদশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন ভারতের যে কোনো অভিনেতা-অভিনেত্রী। কিংবদন্তি অভিনেতার সঙ্গে অভিনয় করার লালিত স্বপ্ন বহু অভিনেতার। সেই স্বপ্ন বলিউডের অনেকেরই আজও পূরণ হয়নি।
অমিতাভের সঙ্গে অভিনয়ের ইচ্ছা ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। সেই স্বপ্নও সত্যি হলো। স্বপ্নের সেই নায়কের বিরুদ্ধেই এ কী অভিযোগ করে বসছেন বলিউড সেনসেশন?
অমিতাভ বচ্চন নাকি দীপিকার খাবার চুরি করতেন? শাহেনশাহর বিরুদ্ধে এমন অভিযোগই করলেন দীপিকা পাড়ুকোন। তাও আবার ভরা মজলিসে।
বলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সম্প্রতি নেট মাধ্যমে শেয়ার করেছে একটি ক্লিপিং। সেখানেই দীপিকা পাশে বসা অমিতাভকে দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘উনি আমার খাবার চুরি করেন!’ সঙ্গে সঙ্গে ভাইরাল সেই ভিডিও।
এ বিষয়ে বিগ বির বক্তব্য জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনিও দীপিকাকে নিয়ে ঝেড়ে কাশেন। ‘আপনি, আমি দিনে তিন বার খাই। দীপিকা খান ৩ মিনিট অন্তর! তার থেকেও বড় রহস্য, এত খাবার যায় কোথায়?’ অমিতের কৌতূহল। সারা দিন ধরে এতবার খেয়েও কী করে এত ছিপছিপে দীপিকা! সবার সামনে জানতে চান অমিতাভ।
সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে বাবা-মেয়ের চরিত্রে এমনই খুঁনসুটিতে মাততে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোনকে। সেই ছবির প্রচারে গিয়ে দুজন এমন মজা করেন।
তথ্যসূত্র: আনন্দবাজার।