
ফরাসি লীগ ওয়ানে রবিবার লিঁওর মুখোমুখি হয়েছিল পিএসজি। ৩৫ মিনিটে টিনো কাদেওয়েরের গোলে এগিয়ে ছিল লিঁও। শেষ বাঁশি বাজার পর লীগে মৌসুমের চতুর্থ হার মেনে নিতে হয় শিরোপাধারী পিএসজিকে। কিন্তু এই হারের চেয়েও পিএসজির বড় ক্ষতি হয়েছে নেইমারের ইনজুরি।
ম্যাচের একেবারে শেষ মুহুর্তে নেইমারকে জঘন্য ট্যাকল করেন তাঁর দেশের মিডফিল্ডার থিয়াগো মেন্দেজ। মাঠে ব্যথায় কাতরাতে থাকা নেইমার চোখের জলে ভেসে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করে।
নেইমারের ওপর কাল একটু চড়াও হয়েই খেলেছে লিঁও। যোগ করা সময়ে ওই ট্যাকলের আগে নেইমারকে আরও পাঁচবার বিপজ্জনক ট্যাকল করেন লিঁওর খেলোয়াড়েরা। কিন্তু যোগ করা সময়ের সাত মিনিটের মাথায় মেন্দেজের করা ছয় নম্বর ট্যাকলটি ছিল মারাত্মক।
দলকে সমতায় ফেরাতে মরিয়া নেইমার দুজন প্রতিপক্ষকে ড্রিবলিংয়ে টপকে যাওয়ার পর মেন্দেজকেও ড্রিবলিং করার চেষ্টা করেন। কিন্তু লিঁও মিডফিল্ডার তাঁকে স্লাইডিং (ডাইভ দিয়ে) ট্যাকল করে থামানোর চেষ্টা করেন। ম্যাচের একদম শেষ দিকে নেইমারের বদলি নামাতে পারেনি পিএসজি। তার আগেই নির্ধারিত পাঁচজন বদলি করে ফেলে দলটি।
ঘরের মাঠে রোববার রাতে এই হারে পিএসজি ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। দারুণ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিওঁ। বোর্দোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা লিল সমান ২৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে উঠেছে শীর্ষে।