ভাল্লুকের কামড়ে আহত একজন উপজাতি বৃদ্ধকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম আনল সেনা ও বিমানবাহিনী

Share

“ভাল্লুকের কামড়ে আহত একজন উপজাতি বৃদ্ধকে সেনাবাহিনীএর উদ্দোগে এবং বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাঁসপাতালে আনয়ন”

আজ ১৪ মার্চ রবিবার আনুমানিক সকাল ০৭৩০ ঘটিকায় বান্দরবান জেলার সমথংপাড়া এলাকা থেকে ভাল্লুকের থাবায় গুরুতর আহত হয়ে মৃত্যু পথযাত্রী একজন উপজাতি বৃদ্ধ ত্রইল মুরং (৬৬) কে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে তাৎক্ষনিক বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসা হয় এবং পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত ত্রইল মুরং(৬৬) র এলাকার কারবারীর কাছ থেকে জানা যায়, সমথং পাড়া জঙ্গলের পাশে ঝিড়ির কাছে ত্রইল মুরং পানি আনতে যান এবং হঠাৎ একটি হিংস্র ভাল্লুক আক্রমন করে ঐ বৃদ্ধকে। ভাল্লুকটি ত্রইল মুরংকে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে আহত ত্রইল মুরংকে বান্দরবান রিজিয়নের আওতায় নিকটস্থ বলাইপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আহত ত্রইল মুরং এর অবস্থা গুরুতর হওয়ায় সেনাবাহিনীর উদ্যোগে দুপুর দেড়টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সেনানিবাসে তাকে আনা হয়। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য যে, ইতিপূর্বেও সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীএর যৌথ প্রচেষ্টায় গত ২৪ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলিয় মুরং (০৬) ও দাদা ইয়াংসাই (৪৮) নামে দুইজন মৃত্যুপথযাত্রী উপজাতিকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা ও উন্নর চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

Related Articles

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা...

এসপি অফিসে পলাতক সাবেক এমপি বাহারের পরিবহনখাতের নিয়ন্ত্রণক তাজুলের প্রকাশ্য উপস্থিতি: এসপির ভূমিকা নিয়ে প্রশ্ন

কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম (তাজু), যিনি দীর্ঘদিন ধরে...

কাদের মির্জার তিন সহযোগী গ্রেফতার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার তিন সহযোগীকে গ্রেফতার করেছে...

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছকাটা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করা...