তামিমের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় কোচ

Share

মাশরাফি বিন মুর্তজা সরে দাঁড়ালে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক করা হয় তামিম ইকবালকে। দায়িত্ব পাওয়ার পর করোনার কারণে অধিনায়কত্ব উপভোগ করার সুযোগ খুব একটা পাননি তিনি।

অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচ খেলেছেন তামিম। আর সেখানে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য। তামিমের নেতৃত্বে ৩-০ ব্যবধানে অসাধারণ এক সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে অনেকেই এই সাফল্যে তামিমকে অতটা কৃতিত্ব দিতে রাজি নন। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন না হোল্ডার, শাই হোপ, হেটমেয়ারদের মতো প্রথমসারির ১০ ক্রিকেটার।

তাই আসন্ন নিউজিল্যান্ড মিশনে তামিমের নেতৃত্বে বাংলাদেশ দল কেমন পারফরম্যান্স দেখায় তার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা।

সিরিজটিকে কঠিন চ্যালেঞ্জ মানছেন তামিমও। তবে তামিম ইকবালকে নিয়ে দারুণ আশাবাদী দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

তামিমের প্রশংসা করেন ভেট্টোরি বলেন, বাংলাদেশের সৌভাগ্য যে এই সফরে দলের অধিনায়ক তামিম ইকবাল। এভাবেই তামিমের ভূয়সী প্রশংসা করলেন এই সাবেক কিউই তারকা।

কুইন্সটাউনের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়ে বৃহস্পতিবার বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় ভেট্টোরি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান, কারণ তারা এই সফরে এসেছে তামিমের অধিনায়কত্বে। তামিম খুবই খোলামেলা মানসিকতার। সে এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে। সে বোঝে আগে কী ভুল করেছে বা করা হয়নি। এবার কোন ব্যাপারগুলোকে নিয়ে বেশি ভাবতে হবে তা তার জানা। সেই ব্যাপারে সে খুবই ইতিবাচক।’

ভেট্টোরি আরও বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব ভালো একটি শুরু করার জায়গা এই নিউজিল্যান্ড।বাংলাদেশ এই সিরিজে নতুন কিছু চেষ্টা করবে। আমরা জানি নিউজিল্যান্ড দারুণ একটি দল যারা সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছে। আশা করছি বাংলাদেশ পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে।’

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে এটাই তামিমের প্রথম বিদেশ সফর। তবে জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি খেলা ক্রিকেটারও তামিম। এ নিয়ে ষষ্ঠবার নিউজিল্যান্ড সফরে গেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

তিন সংস্করণ মিলিয়ে সেখানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনিই। এছাড়া নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও আছে এ ড্যাশিং ওপেনারের।

তামিমের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন কিউই কিংবদন্তি ভেট্টরি। তাই এই সফরে অধিনায়ক হিসেবে তামিমকে পাওয়া টাইগারদের জন্য সৌভাগ্য বলছেন ভেট্টোরি।

Related Articles

এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ডান অ্যাঙ্কেলে চোট—সবকিছু মিলিয়ে কঠিন এক সপ্তাহ কাটছে...

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে...

আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা

আইপিএল ২০২৫-এ একটিও ম্যাচ না খেলেই গুজরাট টাইটান্স শিবির ছাড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার...