মরা গাছ ভেঙে পড়ে প্রাণ গেল পান বিক্রেতার

Share

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গাছ ভেঙে পড়ে এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তবে এতে টনক নড়েনি কর্তৃপক্ষের। এবার বৈদ্যুতিক খুঁটির উপর গাছ ভেঙে পড়ে আয়েশা বেগম (৪০) নামে এক পান বিক্রেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১০মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে মধ্যরাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার।

আয়েশা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ফেরি করে পান বিক্রি করতেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চমেকের বৈদ্যুতিক খুঁটির উপর মরা একটি গাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়েন পান বিক্রেতা আয়েশা বেগম। তিনি মাথায় গুরুতর আঘাত পান। আয়েশার পাও ভেঙে যায়। প্রথমে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ভেঙে পড়া গাছটি বেশ কয়েক বছর আগে মরে শুকিয়ে যায়। কিন্তু কর্তৃপক্ষের নজরে আসেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও কোনো পদক্ষেপ নেয়নি।

এর আগে গত বছরের ২১ নভেম্বর হাসপাতালের পার্কিংয়ে গাছ ভেঙে পড়ে দু’টি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।

Related Articles

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা...

এসপি অফিসে পলাতক সাবেক এমপি বাহারের পরিবহনখাতের নিয়ন্ত্রণক তাজুলের প্রকাশ্য উপস্থিতি: এসপির ভূমিকা নিয়ে প্রশ্ন

কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম (তাজু), যিনি দীর্ঘদিন ধরে...

কাদের মির্জার তিন সহযোগী গ্রেফতার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার তিন সহযোগীকে গ্রেফতার করেছে...

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছকাটা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করা...