কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেইন ও কোনাল গায়কীর কারনে এরইমধ্যে শ্রোতাদের কাছে ভালোবাসা অর্জন করেছেন। নিয়মিতই নতুন গানে কণ্ঠ দেন তারা।
সেই ধারাবাহিকতায় তারা সম্প্রতি একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। ‘মনের দুঃখ মনে লুকাই, হাসি রাখে মুখে’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। লিখেছেন এসকে দীপ।
এই সফল ত্রয়ী প্রথমবার এক সঙ্গে কাজ করলেন। গানটি ‘যাও পাখি বলো তারে’ নামের ছবিতে ব্যবহার করা হবে। এটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। বর্তমানে ছবিটির শুটিং চলছে। ছবিটির মূল দুটি চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহী ও শিপন।
নতুন গান প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘আগের মতো নিয়মিত গান না করলেও চলচ্চিত্রের এই গানটিতে কণ্ঠ দেওয়া আমার জন্য বিশেষ। কারণ এটাই আমার প্রথম প্লে-ব্যাক।’
জে কে মজলিশ বলেন ‘অনেক দিন পর ফোক আঙ্গিকের সিনেমায় কাজ করছি, শ্রোতাদের ভালোলাগা এবং গানের মান দুই দিকে খেয়াল রেখেই গানগুলো তৈরি করছি।’
কোনাল বলেন, ‘গানটি ফোক ঢঙের কিন্তু নতুন ফ্লেভার পাবেন দর্শকরা।’ এই তিন সংগীত ত্রয়ী গানের ভুবনে সফলভাবে কাজ করে যাচ্ছেন। তাদের কাজ করা একাধিক নতুন গান শিগগিরই প্রকাশ হবে।