মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে ভালো কিছু আর নেই: ইমদাদুল হক মিলন

Share

কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে ভালো কিছু আর নেই। স্টিফেন উইলিয়াম হকিং একজন পদার্থবিজ্ঞানী ও বিজ্ঞান-বিষয়ক জনপ্রিয় ধারার লেখক ছিলেন। তিনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বিজ্ঞানী ছিলেন। তার মতো বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় লিওনেল মেসিও ছিলেন অটিস্টিক। অথচ তারাও জীবনে সেরা কিছু অর্জন করতে সক্ষম হয়েছেন।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ইমদাদুল হক মিলন বলেন, প্রতিবন্ধীরা আমাদের সম্পদ। এই বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের মেধা-মননে অনেক ভালো পারফরম্যান্স করেছে। তাতে আমি অভিভূত! শ্রবণপ্রতিবন্ধী হয়েও অনেক ভালো করেছে নৃত্যে। আমি এদের সাফল্য কামনা করি। আমি শিশুদের মধ্যে আলো দেখতে পাই। এই প্রতিবন্ধী স্কুলের জন্য আমি কিছু করতে পারবো কি না জানি না। তবে আমার হাতে কলম আছে। কলম দিয়ে পুরো দেশকে নাড়া দিতে পারি। এছাড়াও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে আমি বিষয়টি জানাবো। আমাদের কলম এবং আমাদের অনুরোধ এইসব শিশুদের প্রতি মমত্ববোধকে দেখি কোথায় নিয়ে যেতে সক্ষম হই।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন মা যা পারেন তা আর কেউ করতে পারেন না। মা-ই পারেন তার সন্তানের পাশে দাঁড়াতে। মানুষের পাশে দাঁড়াতে। এসব সন্তানের পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ করেন তিনি।

কালের কণ্ঠ শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা আনসারী মিরুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সহ-সভাপতি ও কালের কণ্ঠের বগুড়া ব্যুরো প্রধান লিমন বাসার, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কালের কণ্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, শুভসংঘ কুষ্টিয়ার সভাপতি নীলিমা বিশ্বাস, সাধারণ সম্পাদক শম্পা আফরীন, প্রচার সম্পাদক এস এম জামাল, সাংস্কৃতিক সম্পাদক যুথিকা রানী বিশ্বাস, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা অন্তু, সাংবাদিক লাকী মিজানসহ শুভসংঘ কুষ্টিয়ার সকল সদস্যরা।

Related Articles

ধর্ষণের ঘটনায় আজহারির স্ট্যাটাস

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।...

উত্তরার ঘটনায় চাঞ্চল্যকর মোড়, সেই যুগল দম্পতি নয়

ঢাকার উত্তরায় সম্প্রতি দম্পতির ওপর হামলার ঘটনায় নতুন দিক উন্মোচিত হয়েছে। মেহেবুল...

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

সমালোচনার মুখে টিএসসিতে গিয়ে পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

সমালোচনার মুখে পড়ে অবশেষে টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো...