বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে কম সময়ে গোল। কৃতিত্ব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। কিন্তু লিড ধরে রাখতে না পারায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। গোল শোধ করে অলরেডদের জয় রুখে দিয়েছে রহমতগঞ্জ।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ম্যাচের মাত্র ২৩ সেকেন্ডে মাহমুদ হোসেন ফাহিম গোল করলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা (১-০)।
দ্বিতীয়ার্ধে জয়ের আশা শেষ হয়ে যায় তাদের। ম্যাচের ৫৬ মিনিটে বক্সের মধ্যে জটলা থেকে চমৎকার শটে গোল করে ম্যাচে সমতা আনেন রহমতগঞ্জের মোহাম্মদ আরাফাত হোসেন (১-১)।
মুক্তিযোদ্ধার গোলকিপার মাহফুজ হাসান প্রিতম কিছু বুঝে ওঠার আগেই তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে যায়। এই ড্রয়ে ১০ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে রহমতগঞ্জ। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে একধাপ নিচে মুক্তিযোদ্ধা।