বাঘাইড়ে লাখ টাকার মালিক ওয়ালিউর

Share

গত দুই সপ্তাহে ৭৬ কেজি ওজনের পাঁচটি বাঘাইড় মাছ ধরে ৬৪ হাজার টাকায় বিক্রি করেন জেলে ওয়ালিউর। এর মধ্যে একটির ওজন ছিল ১৮ কেজি। এবার তার জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের আরও একটি বাগাইড় মাছ। রোববার সকালে রাজশাহীর বাঘার চকরাজাপুর সংলগ্ন পদ্মায় ওয়ালিউরের জালে ধরা পড়ে ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছটি। স্থানীয় ব্যাপারীর কাছে ৮৫০ টাকা কেজি হিসেবে এই মাছটি তিনি বিক্রি করেছেন ৩৪ হাজার টাকায়। ঢাকায় বিক্রির জন্য মাছটি কিনেছেন চকরাজাপুর গ্রামের পাইকার করম আলী বেপারী।

অসময়ে পদ্মায় বড় সাইজের ৬ বাগাইড় মাছ পেয়ে বেজায় খুশি উপজেলার চকরাজাপুর ইউনিয়ের কালিদাশখালি গ্রামের জেলে ওয়ালিউর। দুই সপ্তাহে তার জালে আটকে পড়া মাছগুলো তিনি বিক্রি করেছেন ৯৮ হাজার টাকায়।

ওয়ালিউর বলেন, এই মৌসুমে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে অসময়ে বাঘাইড় মাছ পেয়েছি। ভালো দামে মাছ বিক্রি করতে পেরেছি।

পাইকার করম আলী বেপারী জানান, অসময়ে এত বড় বাঘাইড় ধরা পড়ায় সেটি দেখতে ভিড় করেন অনেকে। তাই দ্রুত ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, নদীতে সারাবছর বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে শীত মৌসুমে কম ধরা পড়ে। বর্তমানে বড় মাছ পাওয়ার কারণে জাটকা ধরার প্রবণতা কমে গেছে।

Related Articles

আলুর ভালো ফলন হলেও বড় লোকসানে কৃষকরা

গত মৌসুমে আলুচাষিরা ভালো ফলন ও দামে সন্তুষ্ট হয়েছিল। গত মৌসুমের মতো...

মাধবপুরে ২ টাকা টমেটোর কেজি, রাস্তায় ফেলে দিচ্ছেন কৃষকরা

হবিগঞ্জের মাধবপুরে টমেটোর বাজারে ধস নেমেছে। বিক্রি করতে না পারায় জমিতেই নষ্ট...

‘চকচকে চাল খাওয়া বন্ধ করতে হবে, মিনিকেট নামে কোনো ধান নেই’

চকচকে চাল খাওয়া বন্ধ করতে হবে। মিনিকেট নামে কোনো ধান নেই, এটা...

রবি মৌসুমে ফসলের যত্ন নেবেন যেভাবে

কৃষিকাজে শীতের সময়টাকে রবি মৌসুম হিসেবে ধরা হয়। নভেম্বর থেকে মধ্য এপ্রিল...