আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলে বড় ধাক্কা

Share

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল দল। দলের প্রথম পছন্দের গোলকিপার আলিসন বেকার ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পাওয়ায় আসন্ন হাইভোল্টেজ লড়াইয়ে তাকে পাচ্ছে না ব্রাজিল।

আলিসনের অনুপস্থিতিতে ব্রাজিলের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পড়তে পারে পালমেইরাসের অভিজ্ঞ গোলকিপার ওয়েভেরতনের কাঁধে। জাতীয় দলের সঙ্গে অনেকদিন ধরে থাকলেও, আলিসন ও এডারসনের ছায়ায় থেকে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

বর্তমানে ব্রাজিল স্কোয়াডে গোলকিপার হিসেবে আরও আছেন আল নাসরের বেন্তো ও লিঁওর লুকাস পেরিও। তবে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় ওয়েভেরতনকেই আর্জেন্টিনার বিপক্ষে মূল একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। ২০১৬ সালে জাতীয় দলে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

শুধু আলিসনই নয়, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আরও তিনটি পরিবর্তন করতে হয়েছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে।

কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ হয়েছেন গ্যাব্রিয়েল মাগাহায়েস ও ব্রুনো গিমারেস।

তাদের জায়গায় স্কোয়াডে ঢুকেছেন পিএসজির ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটনের মিডফিল্ডার হোয়াও গোমেজ।

এছাড়া কলম্বিয়া ম্যাচে চোট পাওয়ায় মিডফিল্ডার গারসনও ছিটকে গেছেন, তার জায়গায় দলে ঢুকেছেন আতালান্তার এডারসন।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এডারসন না থাকায় গোলবারের নিচে ছিলেন আলিসন, কিন্তু ৭৮তম মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন আল নাসরের বেন্তো। কিন্তু আর্জেন্টিনার মতো প্রতিপক্ষের বিপক্ষে অভিজ্ঞ গোলকিপারের গুরুত্ব অনেক বেশি, আর সে কারণেই ওয়েভেরতনকে এগিয়ে রাখা হচ্ছে।

ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর আলিসন ফিরছেন লিভারপুলে। সেখানে মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেবে। তবে লিভারপুলের হয়ে কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।

Related Articles

শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো মারাত্মক অনিশ্চয়তার...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...

শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন

ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা...