মেসি থামলেই থামবেন রোনালদো?

Share

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলকে বিদায় বলবেন কখন? এই প্রশ্নের উত্তর খুঁজছে তার ভক্ত থেকে শুরু করে সমালোচক সবাই। তবে সাবেক ডাচ স্ট্রাইকার জিমি ফ্লয়েড হাসেলবাঙ্কের দাবি তিনি জানেন সেই প্রশ্নের উত্তর।

তিনি মনে করেন, রোনালদো অবসর নেবেন তখনই যখন তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বুটজোড়া তুলে রাখবেন।

তবে ৪০ বছর বয়সেও খেলা চালিয়ে যাওয়ায় পর্তুগিজ মহাতারকাকে সতর্ক করে তিনি বলেছেন, এভাবে খেলে নিজের ‘লিগ্যাসি’ ক্ষুণ্ন করছেন রোনালদো।

সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে গোলের ধারা অব্যাহত রাখলেও রোনালদো এখন ৪০-এ পা রেখেছেন। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলে যাচ্ছেন তিনি। পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জেতার মিশনে রয়েছেন এই ফরোয়ার্ড।

অনেকের মতে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা আছে রোনালদোর। তার লক্ষ্য ১,০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করা। তবে তাকে নিয়ে চলছে তর্ক—এখনও তিনি আগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আছেন কি না।

চেলসির সাবেক তারকা জিমি ফ্লয়েড হাসেলবাঙ্ক মনে করেন, রোনালদোর এখন সরে দাঁড়ানো উচিত। গ্যাম্বলিং জোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফুটবল আর রোনালদোকে ২০২৬ বিশ্বকাপে দরকার নেই। সে দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তবে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়া এখন তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি আরও বলেন, ‘রোনালদোকে আমি সবসময়ই মেসির চেয়ে এগিয়ে রাখব, কারণ তার অবস্থানে পৌঁছাতে এবং টিকে থাকতে যে লড়াই করতে হয়েছে, সেটা অনন্য। তবে একজন ফুটবলার হিসেবে বুঝতে হবে কখন বিদায় নিতে হবে। আমার মতে, তার সেই সময়টা অনেক আগেই চলে এসেছে।’

হাসেলবাঙ্কের মতে, পর্তুগালের তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত, কারণ ‘রোনালদো এখন আর দলের অন্য অপশনগুলোর চেয়ে ভালো নন। কিছু ম্যাচে প্রেস করতে হয়, কিছু ম্যাচে অন্যভাবে খেলতে হয়—এগুলো সে এখন আগের মতো করতে পারছে না।’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২১৮ ম্যাচে ১৩৫ গোল করা এই তারকা এখনও নিজের সামর্থ্যে অটল বিশ্বাস রাখেন। তবে হাসেলবাঙ্কের মতে, ‘রোনালদো অবসর নেবেন তখনই, যখন মেসিও খেলা থামানোর সিদ্ধান্ত নেবেন।’

এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি শিগগিরই বুটজোড়া তুলে রাখবেন? আর সত্যিই যদি মেসির বিদায়ের পর রোনালদোও সরে দাঁড়ান, তবে দুই মহাতারকার দীর্ঘ যুগলশাসনের অবসান হবে একসঙ্গে!

Related Articles

এবার পাটগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে...

এনসিপি’র প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানালো ইশরাকের আইনজীবী

বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা ও নির্বাচনী ট্রাইব্যুনাল এবং নির্বাচন ট্রাইব্যুনালে নির্বাচনী মামলা...

যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই

কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে...

ভারতের সামরিক আক্রমণ আসন্ন, পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের

ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী বন্দুক হামলার পর পাকিস্তানের ওপর ভারতের সামরিক...