মিরপুরে গার্ড অব অনারে সম্মানিত মুশফিক

Share

বাংলাদেশ ক্রিকেটে এক যুগান্তকারী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটালেন মুশফিকুর রহিম। দীর্ঘ ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনে এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। তবে বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যম, যেমনটি তিনি করেছিলেন টি-টোয়েন্টি থেকে অবসরের সময়ও।

দেশের ক্রিকেট ইতিহাসে মাঠ থেকে বিদায় নেওয়ার উদাহরণ খুব বেশি নেই, মুশফিকও তার ব্যতিক্রম হতে পারলেন না। তবে তার দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে পেলেন গার্ড অব অনার।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। মুশফিক যখন উইকেটকিপিং গ্লাভস ও প্যাড পরে মাঠে প্রবেশ করেন, তখন দুই সারিতে দাঁড়িয়ে সতীর্থরা তাকে গার্ড অব অনার দেন।

এই বিশেষ মুহূর্তে তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজও উপস্থিত ছিলেন, যারা মোহামেডানের জার্সিতেই খেলছেন। জাতীয় দলের অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী এই ক্রিকেটাররা মুশফিকের বিদায়ী সম্মাননায় একসঙ্গে অংশ নেন।

মুশফিক বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওয়ানডে ব্যাটার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। দেশের হয়ে সর্বাধিক ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৭,৭৯৫ রান সংগ্রহ করেছেন তিনি, যা তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ। গড় ৩৬.৪২, সঙ্গে ৯টি সেঞ্চুরির মালিক এই ব্যাটার উইকেটকিপার হিসেবেও অনন্য—২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিং তাকে দেশের সবচেয়ে সফল কিপার বানিয়েছে।

ওয়ানডে থেকে অবসর নিলেও মুশফিক এখনো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। তবে সীমিত ওভারের ক্রিকেটে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Related Articles

ড. ইউনূস সরকারের মেয়াদ ৫ বছর চেয়ে অনশনে ছাত্রলীগ নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের মেয়াদ পাঁচ বছর করার...

এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ডান অ্যাঙ্কেলে চোট—সবকিছু মিলিয়ে কঠিন এক সপ্তাহ কাটছে...

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হলে ২০ হাজার টাকা জরিমানার...