ঢাকার বুকে একটুকরো আরব: বাংলাদেশে প্রথম অ্যারাবিক রেস্টুরেন্ট লাহাম মানদি’র যাত্রা শুরু।

Share

আরবী সংস্কৃতির রয়েছে হাজার বছরের ইতিহাস। প্রাচীনকাল থেকে ঐতিহ্যবাহী এবং আভিজাত্যপূর্ণ আয়োজনের জন্য আরবী খাবারের সুবাস ছড়িয়েছে বিশ্বজুড়ে। তবে আরবী খাবারের জন্য এখন আর আরবে যেতে হচ্ছেনা। বরং, ঢাকার ভোজনবিলাসীদের রাজধানীখ্যাত বেইলি রোডেই পাওয়া যাবে অথেনটিক আরবী খাবারের ব্যতিক্রমী স্বাদ। এমনটিই বলছিলেন বাংলাদেশের প্রথম অ্যারাবিক রেস্টুরেন্ট লাহাম মানদি’র স্বত্বাধিকারী ফজলে সোহরাব।

আজ ১লা ফেব্রুয়ারী ২০২৫ ঢাকার বেইলি রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ব্যতিক্রমী রেস্টুরেন্ট লাহাম মানদি।

উদ্বোধন অনুষ্ঠানে উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রেস্টুরেন্ট সোসাইটি’ প্রধান নির্বাহী জাহিদ হাসান, উইজ্যাপস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু রায়হান, তরুণ শিল্পোদ্যোক্তা এবং সঙ্গীত শিল্পী ও পরিচালক তারুণ্য হীরা প্রমুখ।

নিজের অনুভূতি ব্যক্ত করে তারুণ্য হীরা বলেন,
ব্যবসায়ী হিসেবে পারিবারিকভাবে রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ততা থাকায় লাহাম মানদি’র লোকেশন, এনভায়রনমেন্ট, মেন্যু ডিজাইন এবং সেটার অথেন্টিক টেস্ট এর জন্য যোগ্য শেফ নির্বাচন, এবং সবচাইতে বড় বিষয় খাবারের মান এবং পরিচ্ছন্নতার দিকটা আমি প্রথমেই দেখেছি। ওদিকে শিল্পী হিসেবে রন্ধনশিল্পকেও আমি সংস্কৃতির অংশ মনে করি, সুতরাং খাবারের স্বাদ এবং পরিবেশনের শিল্পগুণ যাচাই করেও লাহাম মানদিকে আমি অবশ্যই এগিয়ে রাখবো। আমি আশা করবো শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের মানুষও এই স্বাদ উপভোগ করবেন।

লাহাম মানদি’র স্বত্বাধিকারী ফজলে সোহরাব
বলেন, বাংলাদেশের অনেক নামীদামী রেস্টুরেন্টের বুফেতেই অ্যারাবিক খাবারের কিছু প্রিপারেশন থাকলেও একেবারে পুরোপুরিভাবে আরবের খাদ্যসংস্কৃতির তুলে ধরার তেমন কোন আয়োজন সাধারণত চোখে পড়েনা। সৌদি আরবে আমার প্রায় দেড় দশক বসবাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করেছি ভোজনরসিকদের জন্য আরবের জনপ্রিয় খাবার লাহাম মানদি, কাবসা, ফিশ ফাহাম, অ্যারাবিক শর্মা ইত্যাদির প্রকৃত স্বাদটি উপহার দিতে।
তবে আরবী খাবারের পাশাপাশি প্রচলিত ঐতিহ্যবাহী দেশী খাবার, বিভিন্নরকমের মুখরোচক কাবাব এবং বাহারী ড্রিংকসের নিয়মিত আয়োজনও থাকছে বলে জানান এই উদ্যোক্তা।

উদ্বোধন উপলক্ষে বর্তমানে অতিথিদের জন্য বিশেষ অফার চলমান রয়েছে লাহাম মানদি তে।

Related Articles

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হলে ২০ হাজার টাকা জরিমানার...

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে...

আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ

পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপে ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের...