চিত্রনায়িকা নিঝুমকে অপহরণের চেষ্টা, গাড়ি থেকে নায়িকার লাফ

Share

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে অপহরণের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নিঝুম নিজেই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে ঘটেছে ঘটনাটি। এদিন নিজের ফেসবুকে বিস্তারিত বর্ণনা করে নিঝুম লিখেছেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গেছে। এ কারণে নিজের গাড়ি রেখে বের হতে হই। আমি ড্রাইভিং পারি না। উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যেতে। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন।’ জানতে চাইলে বলেন, ‘আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন’। মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও তিনি গুলশান রোডে ঢুকেন।

এরপর লেখেন, ‘গাড়ির গতি প্রায় ৮০ থেকে ১০০। হাই স্পিডে চালাচ্ছিলেন। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানেই নামিয়ে দেন।’ তখন তিনি আমাকে বললেন, “চুপ থাক, কোনো কথা বলবি না।’ তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। এক পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে নেমে যাই।”

সবশেষে নিরাপত্তার প্রশ্ন তুলে নায়িকা লেখেন, ‘আমরা কোন দেশে বাস করছি? দিন-দুপুরেও কি নিরাপত্তা পাব না? উবার থেকে এমন হলে কাকে ভরসা করব? আজ গাড়ি থেকে জাম্প দিয়ে যদি না নামতাম, তাহলে আমাকে কি খুঁজে পাওয়া যেত?’

এদিকে এ ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান নিঝুম। সাধারণ ডায়েরি নম্বর ১২৩৭। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো–গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার–চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি সেই চালক।

চলচ্চিত্রে নিঝুমের যাত্রা শুরু হয় ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে। এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ ক্রেছেন। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপিস্টিক’।

Related Articles

ড. ইউনূস সরকারের মেয়াদ ৫ বছর চেয়ে অনশনে ছাত্রলীগ নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের মেয়াদ পাঁচ বছর করার...

এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ডান অ্যাঙ্কেলে চোট—সবকিছু মিলিয়ে কঠিন এক সপ্তাহ কাটছে...

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হলে ২০ হাজার টাকা জরিমানার...