১০০তম বর্ষপূর্তি পার্টিতে রণবীর আর সাইফ এর মধ্যে ঝগড়া

১০০তম বর্ষপূর্তি পার্টিতে রণবীর আর সাইফ এর মধ্যে ঝগড়া

Share

কী ঘটেছিল, সেদিন এবার খোলাসা করা যাক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল শ্যালক-দুলাভাইয়ের অন্য আমেজের ছবি–ভিডিও। পরিবারের এমন দুর্লভ মুহূর্ত কেন হাতছাড়া করতে যাবেন ফটোগ্রাফাররা? শ্যালক-দুলাভাইয়ের ঝগড়া উপভোগ করছেন তাঁদের ভক্ত অনুরাগীরা। ভাইরাল ভিডিওর নিচে মন্তব্যের ঝড় বইছে।

হয়ে গেল বলিউড কিংবদন্তি রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের পারিবারিক আয়োজন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। তবে পারিবারিক আয়োজনে উপস্থিত ছিলেন কাপুর খানদানের সবাই। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সাইফ আলী খান ও রণবীর কাপুর। সম্পর্কে তাঁরা শ্যালক-দুলাভাই। মধুর সম্পর্কের শ্যালক-দুলাভাইয়ের মধ্যে হঠাৎ মনোমালিন্য আর ঝগড়া।

ভারতীয় গণমাধ্যম বলছে, প্রযোজক, পরিচালক, অভিনেতার ১০০তম বর্ষপূর্তিতে একজোট হয়েছিলেন পরিবারের সবাই। রণধীর কাপুর-ববিতা থেকে আলিয়া ভাট, নায়িকার ছোট্ট কন্যা রাহাও ছিলেন অনুষ্ঠানে। নিমন্ত্রিত ছিলেন কারিনা কপুর, সাইফ আলী খানও।

১০০তম বর্ষপূর্তি পার্টিতে রণবীর আর সাইফ এর মধ্যে ঝগড়া
ছবি ভিডিও থেকে

হাসিমুখে তাঁরা কথা বলছেন, হইচইও হচ্ছিল। রাজ কাপুরকে ঘিরে তাঁদের বক্তব্য জানতে উপস্থিত ছিলেন সাংবাদিকেরাও।

সেখানেই কথা বলতে দেখা যায় রণবীর আর সাইফকে। ভিডিও দেখে বোঝাই যাচ্ছিল রণবীরের ওপর অসন্তুষ্ট সাইফ।ঘটনাটি ঘটেছিল, সাইফ যখন অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। আড্ডার পাশাপাশি প্রয়াত অভিনেতার নানা স্বাদের ছবিও দেখানোর আয়োজন করে কাপুর খানদান। ভিডিওতে দেখে মনে হচ্ছে, রণবীর সেই দিকেই বারবার নিয়ে যেতে চাইছিলেন সাইফকে। এদিকে অভিনেতা অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে যেতে নারাজ।

তবে নাছোড়বান্দা রণবীর। দুলাভাইকে সেখানে নিয়েই ছাড়বেন শ্যালক। রণবীরের টানাটানিতে একটা সময়ের পর স্পষ্ট বিরক্তি দেখান সাইফ। সেই বিরক্তি চোখেমুখে ছাপিয়ে কণ্ঠস্বরেও স্পষ্ট। তিনি রণবীরকে সাফ বলেন, ঠিক আছে। এরপরেই আবার মেতে ওঠেন গল্পগুজবে। এই ঘটনা নিয়েই আপাতত জোর আলোচনা চলছে বলিউডে। যদিও অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি পরিবার।

Related Articles

ড. ইউনূস সরকারের মেয়াদ ৫ বছর চেয়ে অনশনে ছাত্রলীগ নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের মেয়াদ পাঁচ বছর করার...

এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ডান অ্যাঙ্কেলে চোট—সবকিছু মিলিয়ে কঠিন এক সপ্তাহ কাটছে...

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হলে ২০ হাজার টাকা জরিমানার...