সুশান্ত আত্মহত্যা করেছিল নাকি খুন, ৪ বছর পর জানাল সিবিআই

Share

বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের থাবা, তখনই ভারতজুড়ে চলছে কড়া লকডাউন। ঠিক সেই সময়েই এক সকালে মেলে দুঃসংবাদ। অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার মৃতদেহ বান্দ্রায় নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

প্রথমে এই খবর বিশ্বাস করা কঠিন ছিল ভক্তদের জন্য। প্রশ্ন ওঠে, সুশান্ত আত্মহত্যা করেছেন, নাকি তাকে খুন করা হয়েছে? পুরো ভারতজুড়ে তৈরি হয় তোলপাড়।

সুশান্তের পরিবার এবং অগণিত ভক্ত সিবিআই তদন্তের দাবি তুলেছিল। এরপর শুরু হয় তদন্ত। প্রায় সাড়ে চার বছর পর, সিবিআই সুশান্তের মৃত্যুর রহস্য সমাধান করে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে।

২০২০ সালের ১৪ জুন, বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে অভিনেতার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম আসে এই মৃত্যুর সঙ্গে। তার বিরুদ্ধে মাদক সরবরাহ, মানসিক নির্যাতন, টাকার জন্য চাপ দেওয়া এবং কালোজাদুর মতো অভিযোগ ওঠে।

সুশান্তের পরিবার সরাসরি তাদের ছেলের মৃত্যুর জন্য রিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে। ২০২০ সালের অগস্টে বিহার পুলিশ থেকে তদন্তভার নেয় সিবিআই। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে সিবিআই সুশান্তের মৃত্যুতে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে।

সূত্র অনুযায়ী, সিবিআই রিপোর্টে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করেছে। তারা এমন কোনও প্রমাণ পায়নি, যা থেকে বোঝা যায় সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল। ফলে রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এছাড়াও দু’টি এফআইআর থেকে রিয়া, তার ভাই সৌভিক এবং মা-বাবার নাম বাদ দিতে বলা হয়েছে।

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সএর ফরেন্সিক টিমও রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যা করেছেন, ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু ছিল আত্মঘাতী। সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা এবং দুটি মোবাইল থেকেও কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।

আগামী ৮ এপ্রিল বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। যদি সিবিআইয়ের রিপোর্ট গ্রহণ করা হয়, তবে খুনের অভিযোগ খারিজ হয়ে যাবে। এই সময় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বক্তব্যও সামনে এসেছে।

সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিয়া বলেছেন, মামলার প্রতিটি দিক তদন্ত করা হয়েছে। তাকে নিয়ে যে মিথ্যা প্রচার চালানো হয়েছিল, তা মানসিকভাবে অত্যন্ত কষ্টকর ছিল। বিনা দোষে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল। প্রতিনিয়ত হেনস্থা করা হয়েছে।

রিয়া আরও বলেছেন, তিনি চান না ভবিষ্যতে কারও সঙ্গে এমনটা ঘটুক।

Related Articles

পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধরের অভিযোগ উঠেছে।...

মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি দোকান পুড়ে ছাই

মাদারীপুরের পুরান বাজার বড় মসজিদ সংলগ্ন পুর্ব পাশের সৌরভ হার্ডওয়্যার থেকে বৃহস্পতিবার...

ভূঞাপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে। এই...

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । শুক্রবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার...