এর আগে ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক শিশু। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া নরসিংদীতে তিনদিন আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০৮ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে।
এদিকে ফরিদপুরে বাইসাইকেলে ঘুরানোর কথা বলে বাগানে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ছাড়া মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণের বিচার না পেয়ে জান্নাত বেগম (১৬) নামের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম চরকলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, ধর্ষণের বিচারের নামে সালিশে তাকে উল্টো ভর্ৎসনা করেছিলেন গ্রামের মাতব্বররা। অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।
হঠাৎ করে এত ধর্ষণ বেরে যাওয়ায় সবাই সংকিত। মেয়েরা একা বাইরে যেতে ভয় পাচ্ছে। সাধারণ মানুষ দ্রুত বিচার এর দাবি করছে এসব ধর্ষণ এর।