সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা মঙ্গলবার

Share

বিশিষ্ট লেখক, আইন ও বিচার বিভাগ বিষয়ক সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণে আগামী মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক শোকসভার আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ দিন সকাল ১০টায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় সাংবাদিক, শিক্ষাবিদ, গুণীজন ও পরিবারের সদস্যসহ অন্যরা মিজানুর রহমান খানের স্মৃতিচারণ করবেন।

স্মরণসভায় অংশ নিয়ে প্রয়াত মিজানুর রহমান খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে সবার কাছে অনুরোধ জানিয়েছেন তারই ভাই দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান ও সমকালের সিনিয়র সাংবাদিক এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান গত ১১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর। মিজানুর রহমান খান মা, স্ত্রী, তিন সন্তান, পাঁচ ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

ধর্ষণের ঘটনায় আজহারির স্ট্যাটাস

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।...

উত্তরার ঘটনায় চাঞ্চল্যকর মোড়, সেই যুগল দম্পতি নয়

ঢাকার উত্তরায় সম্প্রতি দম্পতির ওপর হামলার ঘটনায় নতুন দিক উন্মোচিত হয়েছে। মেহেবুল...

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

সমালোচনার মুখে টিএসসিতে গিয়ে পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

সমালোচনার মুখে পড়ে অবশেষে টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো...