রবি মৌসুমে ফসলের যত্ন নেবেন যেভাবে

Share

কৃষিকাজে শীতের সময়টাকে রবি মৌসুম হিসেবে ধরা হয়। নভেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত সময়কে রবি মৌসুম বলা হয়। এ সময়ে যেসব শস্য বা ফসলের চাষাবাদ করা হয় এদের রবিশস্য, রবি ফসল বা চৈতালি ফসল বলে।

চাষাবাদকৃত এ ফসলের চারা শীতকালে রোপণ করা হলেও পরবর্তী সময়ে গ্রীষ্মকালে এ ফসল ঘরে তোলা হয়। তবে এই সময়ে ফসলের জন্য আলাদাভাবে যত্ন নিতে হবে।

রবি মৌসুমে তাপমাত্রা ও আর্দ্রতা কম থাকে। বৃষ্টিপাতও কম হয় বলে জমিতে পানি সংকট দেখা দেয়। তাই এ সময় চাষাবাদে কৃষকদের বর্ষাকালের সঞ্চিত পানির ওপর নির্ভর করতে হয়। এ ছাড়া বিকল্প ব্যবস্থা হিসেবে জমিতে সেচ দিতে হয়।

বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যবস্থা প্রকৃতি ও মৌসুমি বায়ুর ওপর নিভর্রশীল। ফসল উৎপাদনের জন্য কৃষি আবহাওয়ার সঙ্গে সঙ্গে জলবায়ুও সমভাবে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের ফসল উৎপাদনের জন্য জলবায়ুর ভিত্তিতে সারা বছরকে প্রধান দু’টি মৌসুম যথা- রবি মৌসুম ও খরিপ মৌসুম হিসেবে ভাগ করা হয়েছে।

এ দুই মৌসুমে বিভিন্ন ধরনের ফসল জন্মে। রবি মৌসুমেও অনেক ধরনের ফসল চাষাবাদ করা হয়। বোরো ধান, গম, মসুর ডাল, যব, সরিষা, পেঁয়াজ, মটরশুঁটি ইত্যাদি ফসলকে এ মৌসুমের প্রধান শস্য হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, শিম, টমেটো ও আলু ইত্যাদি এ মৌসুমে চাষ করা হয়।

Related Articles

আলুর ভালো ফলন হলেও বড় লোকসানে কৃষকরা

গত মৌসুমে আলুচাষিরা ভালো ফলন ও দামে সন্তুষ্ট হয়েছিল। গত মৌসুমের মতো...

মাধবপুরে ২ টাকা টমেটোর কেজি, রাস্তায় ফেলে দিচ্ছেন কৃষকরা

হবিগঞ্জের মাধবপুরে টমেটোর বাজারে ধস নেমেছে। বিক্রি করতে না পারায় জমিতেই নষ্ট...

বাঘাইড়ে লাখ টাকার মালিক ওয়ালিউর

গত দুই সপ্তাহে ৭৬ কেজি ওজনের পাঁচটি বাঘাইড় মাছ ধরে ৬৪ হাজার...

‘চকচকে চাল খাওয়া বন্ধ করতে হবে, মিনিকেট নামে কোনো ধান নেই’

চকচকে চাল খাওয়া বন্ধ করতে হবে। মিনিকেট নামে কোনো ধান নেই, এটা...