মুশফিক-মাহমুদউল্লাহ-সাইফউদ্দিনের নাম উঠলই না নিলামে

Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে শেষ মুহূর্তে ড্রাফটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় মুশফিকুর রহিমকে।

বৃহস্পতিবার নিলাম শুরুর ঠিক আগমুহূর্তে জানা যায় নিলামের এক কোটির ভিত্তিমূল্যে রয়েছেন মুশফিক।

কিন্তু এমন সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার ব্যবধানে চেন্নাইয়ে যখন নিলাম শুরু হয় তখন কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি বাংলাদেশ দলের এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে নিতে।

নিলামের তালিকা চূড়ান্ত হওয়ার পরই জানা যায় বাংলাদেশ থেকে আছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আগেও বেশ কয়েক বছর শাহরুখ খানের মালিকানাধীন দলটিতে খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে অবদান রাখা মোস্তাফিজুর রহমানকে দলে নিতে তেমন আগ্রহ দেখায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। ১ কোটি ভিত্তিমূল্যে থাকা এই তারকা পেসারকে দলে নেয় রাজস্থান রয়েলস।

প্রথম চার রাউন্ডে বাংলাদেশ দলের পাঁচজন তারকা ক্রিকেটারের মধ্যে বিক্রি হন সাকিব-মোস্তাফিজ। পঞ্চম রাউন্ডেও নিলামে নাম ওঠেনি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের।

২০১৯ সালের আইপিএল নিলামের তালিকায়ও ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। কিন্তু মুশফিকুরের নাম নিলামে উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখায়নি। মাহমুদউল্লাহর নাম নিলামে ওঠানো হয়নি। জাতীয় দলের এই দুইজন তারকার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি।

এর আগে ২০১৬ আইপিএলের নিলামেও অংশ নিয়েছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। সেবারও নিলামের প্রথম দিনে মুশফিকের নাম উঠেছিল। কিন্তু কোনো দলই বাংলাদেশের ‘মি. ডিপেন্ডেবলকে দলে কিনতে আগ্রহ দেখায়নি। আর নিলামে নাম ওঠানো হয়নি মাহমুদউল্লাহর।

Related Articles

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেন না সোহানরা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে...

ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, বড় সংঘাতের আশঙ্কা

ভারত-পাকিস্তান বিরোধের জেরে এবার স্থগিতই হয়ে গেল পিএসএল। এর আগে গতকাল পিএসএলের...

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, মাঝপথে বন্ধ আইপিএল ম্যাচ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াজ্ঞনেও । ধর্মশালায় আজ নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই...

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২...