মাতৃত্বকালীন সময় ওজন বেড়ে যাওয়া নিয়ে নানা মন্তব্যের শিকার হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। তবে এ নিয়ে মোটেও মাথা ব্যথা নেই তার। বরং মা হয়ে মোটা হওয়াটা তার কাছে গর্বের বিষয় বলে মনে করেন তিনি।
সম্প্রতি মাতৃত্ব নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী দীর্ঘদিন পর লাইভে এসেছিলেন। তার ফ্যান ক্লাব থেকে ইনস্টাগ্রামে সেই লাইভের টুকরো ক্লিপিং শেয়ার করা হয়েছে।
সেখানে শুভশ্রীকে বলতে শোনা যায়, মাতৃত্বকালীন সময় ওজন বেড়ে যাওয়া নিয়ে নানা কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।
তবে অভিনেত্রী জোর গলায় বলেছেন, ‘মা হলে মেয়েদের ওজন এমনিতেই বেড়ে যায়। আমিও মা হয়েছি। ওজনও বেড়েছে। যে কোনো মেয়ের কাছেই এটি গর্বের। আমার কাছেও। তাই এ নিয়ে অযথা মাথাব্যথায় রাজি নই। ’
তবে সবার কটাক্ষকে ইতিবাচকভাবেই নিচ্ছেন শুভশ্রী।
তার ভাষ্য, সমালোচনাকারীদের জন্য দ্রুত রোগা হওয়ার জেদ আরও বেশি করে চাপছে তার।
অভিনেত্রীর মতে, আরও বেশি করে সবাই তাকে ‘মোটা’বলুন। তাহলেই ঝটপট ঝরে আবার আগের মতো ছিপছিপে হয়ে যাবেন।
২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় শুভশ্রীর। ২০২০ সালে একমাত্র সন্তান ইউভানের জন্ম হয়।