ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ভারত দাবি করেছে, গত বৃহস্পতিবার রাতে তাদের ১৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল, যা তারা ঠেকিয়ে দিয়েছে। পাকিস্তান এ দাবি অস্বীকার করে বলছে, তারা নতুন করে আরও ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। সব মিলিয়ে দুই দিনে ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের হামলার হুমকির মধ্যে বৃহস্পতিবার রাতটি ছিল ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর মানুষের জন্য ভয়াবহ। এসব রাজ্যের অনেক শহর একেবারে বিদ্যুৎহীন বা ব্ল্যাকআউট করে ফেলা হয়। জারি করা হয় কারফিউ। নিরাপত্তা বাহিনী ও চিকিৎসা-সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটে এসব পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও। পরে রাতেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর জানায় ভারতের গণমাধ্যম। পাকিস্তান এ দাবি অস্বীকার করেছে। গণমাধ্যমে ভারতে সীমান্ত শহরগুলোতে যুদ্ধ-সাইরেন বেজে ওঠার খবর প্রকাশ হয়।
গতকাল শুক্রবার দ্বিতীয় রাতের মতো রাজস্থানের বারমার, জয়সালমার, বিকানার, শ্রীনগর, জোদপুরসহ বিভিন্ন শহরে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। টাইমস অব ইন্ডিয়া জানায়, বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাঞ্জাবের গুরুদাসপুরে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত ব্ল্যাকআউট থাকবে। হরিয়ানা সরকার সব পুলিশ ও স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত করেছে। গুজরাটের বনস্কণ্ঠ, পাটান ও কুচ জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে ১৫টি শহর ব্ল্যাকআউটের আওতায় রয়েছে। এসব শহরে রাতে সাইরেনের শব্দ ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে দেয়।
জিও নিউজ জানায়, পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের বিরুদ্ধে নারী-শিশুসহ বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদকে রাজনীতিতে ব্যবহারের ভারতের দীর্ঘ ইতিহাস আছে। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে পাকিস্তান তার সম্মান ও সার্বভৌমত্ব রক্ষা করবে। এর আগে বুধবার তিনি বলেছিলেন, ভারতের যে কোনো দুঃসাহসিকতার জবাবে পাকিস্তানের পাল্টা পদক্ষেপ হবে সিদ্ধান্তমূলক ও জোরালো। এর প্রতিধ্বনী বিশ্ব শুনতে পাবে।
ভারতের পক্ষ থেকেও অনমনীয় থাকার বার্তা এসেছে। শুক্রবার দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নয়াদিল্লির সাউথ ব্লকে এ বৈঠকে পশ্চিম সীমান্তে নিরাপত্তা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পরে রাজনাথ সিং বলেন, ‘দেশের সুরক্ষার প্রশ্নে আমাদের সামনে কোনো সীমারেখা নেই।’
আজাদ কাশ্মীরে ছয়জন নিহত
পাকিস্তান-শাসিত কাশ্মীরের (আজাদ কাশ্মীর) কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা ও সংলগ্ন এলাকায় ভারতের গুলিবর্ষণে দুই নারীসহ কমপক্ষে ছয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে পাকিস্তান-শাসিত কাশ্মীর সরকার ক্ষয়ক্ষতির প্রতিবেদনে প্রকাশ করে। এতে বলা হয়, গোলাবর্ষণে দুটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। গত বুধবার থেকে আজাদ কাশ্মীরে ১৭ জন নিহত ও ৫১ জন আহত হন। ১৩৯টি আবাসিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ
বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার এড়ানোর পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে এ তথ্য জানান। তিনি বলেন, বাণিজ্যিক এয়ারলাইন্সগুলো ‘ক্ষেপণাস্ত্র বা আকাশে ছোড়া গুলি’ দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি হতে পারে। বিবিসি জানায়, চলমান উত্তেজনায় অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা আপাতত পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা নিয়েছে।
ড্রোন হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, বুধ ও বৃহস্পতিবার রাতে তাদের সামরিক পরিকাঠামোগুলো নিশানা করেছিল পাকিস্তান সেনাবাহিনী। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গতকাল শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান থেকে ৩০০-৪০০ ড্রোন পাঠানো হয়েছিল। লেহ থেকে শুরু করে গুজরাট পর্যন্ত ৩৬টি জায়গায় হামলা হয়েছে। ভারতীয় সামরিক বাহিনী অনেক ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
কর্নেল সোফিয়া কুরেশি জানান, যেসব ড্রোন ধ্বংস করা হয়েছে, সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এগুলো তুরস্কে তৈরি। তিনি বলেন, পাকিস্তানের তরফ থেকে সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ করা হচ্ছে। গুলিতে কয়েকজন ভারতীয় সেনাসদস্য হতাহত হয়েছেন। ভারতে পাল্টা হামলায় পাকিস্তানের বড় ধরনের ক্ষতি হয়েছে।
অন্যদিকে ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারতের সামরিক পোস্ট লক্ষ্য করে শুধু ছোট অস্ত্র ব্যবহার করা হচ্ছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান ড্রোন বা রকেট হামলায় জড়িত নয়। ভারতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে প্রতিটি হামলার ইলেকট্রনিক সিগন্যাল থাকে। ভারতীয় মিডিয়া পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি করেছে। কিন্তু ধ্বংসাবশেষ কোথায়? যদি ভারত পাইলটকে ধরে থাকে, তাহলে পাইলট কোথায়?
এদিকে পুঞ্চের পুলিশ কর্মকর্তা নাভিদ আহমেদ বিবিসিকে জানান, নিয়ন্ত্রণরেখার খুব কাছে বৃহস্পতিবার রাতেও ভারী গোলাবর্ষণ হয়েছে। এতে একজন নিহত ও এক নারী আহত হয়েছেন। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি বারামুল্লা, কুপওয়ারা ও ব্যান্ডিপোরার মতো এলাকার পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। কুপওয়ারার কিছু সেক্টরে গোলাগুলির কারণে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাকআউট ঘোষণা করে। এ কারণে রাতে জম্মু ও কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
‘ভারতে ধর্মীয় স্থানকে হামলার নিশানা করা হয়েছে’
কলকাতা প্রতিনিধি জানান, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, দেশের বিভিন্ন ধর্মীয় স্থানকে হামলার নিশানা করছে পাকিস্তান। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, মন্দির, গুরুদুয়ারা, চার্চকেও আক্রমণের লক্ষ্য করা হচ্ছে। তবে এসবের যোগ্য জবাব দেওয়া হচ্ছে। ভারতের ৩৬টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে পাকিস্তান। ৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে তারা। তবে তাদের চক্রান্ত ব্যর্থ; বেশির ভাগ ড্রোনই ধ্বংস করা হয়েছে।
কী ভূমিকা নেবে যুক্তরাষ্ট্র
চলমান পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যে উত্তেজনা কমিয়ে আনা উচিত। যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিধর এই দুই দেশকে নিয়ন্ত্রণ করে না। তাদের মধ্যে যুদ্ধ মোটেও ‘আমাদের দেখার বিষয় নয়’। তিনি বলেন, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব উত্তেজনা কমে যাক।’ বৃহস্পতিবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে ভ্যান্স এসব কথা বলেন।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। দুই দেশের মধ্যে সরাসরি সংলাপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদা ফোনালাপে তিনি এ আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের ঋণ সহায়তা পর্যালোচনা করবে আইএমএফ
পাকিস্তানকে ৭০০ কোটি ডলার ঋণ সহায়তার পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টি বিবেচনা করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ধারণা করা হচ্ছে, পাকিস্তানকে আরও ঋণ না দেওয়ার বিষয়ে ভারত চাপ সৃষ্টি করবে। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৃহস্পতিবার জানান, তারা আইএমএফের কাছে নিজেদের মতামত তুলে ধরবেন। চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বিভিন্ন শহরে ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে।
ভারতে ‘দ্য ওয়্যার’-এর ওয়েবসাইট বন্ধ
ভারতে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সংবাদমাধ্যমটি এ দাবি করেছে। পাঠকদের উদ্দেশে এক্স পোস্টে দ্য ওয়্যার কর্তৃপক্ষ বলেছে, ‘ভারতের সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা সুস্পষ্টভাবে লঙ্ঘন করে দেশটির সরকার দ্য ওয়্যার ডটইন ওয়েবসাইটটি সারাদেশে বন্ধ করে দিয়েছে। বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া গেলেও আমরা জানতে পেরেছি, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে করা হয়েছে।’