ভারতে বিশ্বকাপ হোক চায় না পাকিস্তান!

Share

গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনায় তা স্থগিত হয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যায়। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া। তার আগে পূর্বনির্ধারিত সূচি অনুসারে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত।

ভারতে বিশ্বকাপ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা থাকায় এক দেশের ক্রীড়াবিদরা অন্য দেশের ভিসা পেতে বেশ জটিলতায় পড়তে হয়।

সেই জটিলতা এড়াতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভারতের বিশ্বকাপ আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে নেয়ার দাবি জানাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ ব্যাপারে লাহোরে পিসিবি চেয়ারম্যান এহসান মানি সাংবাদিকদের জানিয়েছেন, পাকিস্তান সরকার আমাদের কখনই বলেনি আমরা ভারতে খেলতে যেতে পারব না। আমরা আইসিসিকে জানিয়েছি আমরা অংশগ্রহণ করতে চাই। তবে আমাদের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক, সমর্থক ও বোর্ড কর্তাদের ভারতের ভিসার লিখিত প্রতিশ্রুতি চেয়েছি। আয়োজক দেশের চুক্তি অনুযায়ী ভিসা দিতে তারা বাধ্য।

তিনি আরও বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে এসব ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আইসিসি কিন্তু এখনও তা হয়নি। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারিতে আরও একবার এ কথা জানিয়েছি। বলে দিয়েছি, মার্চের মধ্যে নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে সরিয়ে নেয়ার দাবি জানাব।

পিসিবি চেয়ারম্যান আরও বলেছেন, বিশ্বকাপে অংশ নিতে আইনতভাবে কেউ আমাদের বাধা দিতে পারে না। ভারত যদি টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হয়, তাহলে সংযুক্ত আরব আমিরাতে শিফট করা হোক।

Related Articles

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২...

এল ক্লাসিকো জিতে কোপার চ্যাম্পিয়ন বার্সা

আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ‘না, না’। ব্লাঙ্কোস কোচ কার্লো...

শেষ পর্যন্ত কোপার ফাইনালে খেলার সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি আরএমটিভির মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে প্রচারণা, রেফারিদের কান্না, রিয়ালের পক্ষ...

ফুটবলে হামজা উন্মাদনা, অনলাইন টিকিটের চিন্তা বাফুফের

প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরতেই দেশের ফুটবলে উন্মাদনা...