বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার স্ত্রীর মৃত্যুতে ইন্জিনিয়ার ইশরাকের হোসেনের শোক

Share

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি… রাজিউন)। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, মরহুমা মরিয়ম মান্নান একজন আদর্শবান, ন্যায়পরায়ণা ও ধর্মপ্রাণ নারী। একজন রাজনীতিবিদের স্ত্রী হিসেবে স্বামীর প্রতি তার কর্তব্যবোধ ছিল অপরিসীম। অত্যন্ত ধৈর্যশীল এই নারী সুখে-দুঃখে সবসময় স্বামীকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন। তার মৃত্যুতে পরিবারে যে গভীর শোকের ছায়া নেমে এসেছে তা বলার অপেক্ষা রাখেনা।

বিবৃতিতে উল্লেখ করেন, আমি মরিয়ম মান্নান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন ও তার রুহের মাগফিরাত কামনা করছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমাকে বেহেস্ত নসীব এবং শোকাচ্ছন্ন পরিবারবর্গকে এই বিশাল মৃত্যুর শোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন।

উল্লেখ্য, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মরিয়ম বেগম ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে অসুস্থবোধ করায় দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। বিকেলে সেখানে তিনি মারা যান। মরিয়ম বেগমের জন্ম ১৯৪৮ সালে ৮ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। কর্মজীবনে তিনি ঢাকা কলেজ ছাড়াও আরও অনেক কলেজে অধ্যাপনা করেন। কবি নজরুল কলেজের উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি।

Related Articles

চলে গেলেন রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার

একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে...

এইচ টি ইমাম ইন্তেকাল করেছেন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমাম ইন্তেকাল করেছেন। বুধবার (৩...

করোনায় আক্রান্ত খুলনার এমপি জুয়েল

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ...

পুলিশ শূুধু আমাদেরকেই কেন মারে ? ইশরাকভক্ত ছোট শিশু ইয়াসিন আরাফাতের প্রশ্ন

ছোট শিশু আরাফাত । পড়াশুনা করছে লিটল ইস্টার কিন্ডার গার্ডেনের ৪র্থ শ্রেণীতে...