মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি লাইনে বাজপাখির মতো উড়ে নিশ্চিত ছক্কা বাঁচিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। এর চেয়ে বেশি চোখ ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করেছিলেন ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান।
শারজায় আইপিএল ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সুপারম্যানের মতো উড়ে ছক্কা বাঁচান তিনি। পুরানের ওই ফিল্ডিংয়ে ভারতের লিজেন্ড এতোটাই মুগ্ধ হন যে, তার দেখা সর্বকালের সেরা বাউন্ডারি সেভ আখ্যা দেন।
এবার আমদাবাদে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলের ছক্কা বাঁচানোর ফিল্ডিংকে শচীন কী বলবেন তা জানতে ইচ্ছুক ক্রিকেটপ্রেমীরা। কারণ অনেকের মতে রাহুলের নৈপুণ্য নিকোলাস পুরানকেও ছাপিয়ে গেছে। রাহুলের সেই ফিল্ডিং নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
মোতেরায় ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টি-২০ ম্যাচে এমন অসাধারণ ফিল্ডিং করেন রাহুল। দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে অক্ষর প্যাটেলের ডেলিভারিকে তুলে মারেন জোস বাটলার। বল চলে লং-অফের বাউন্ডারির দিকে। দর্শকরা ধরেই নিয়েছিল মাটি না ছুঁয়েই সীমনা পার করবে বলটি। কোনো ফিল্ডারের ধরার সাধ্যি নেই এটি।
কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালেন লোকেশ রাহুল। পেছন দিকে ঝাঁপিয়ে শূন্যে উড়ন্ত অবস্থায় বলকে তালুবন্দি করেন। তিনি দেখছিলেন বলসহ নিজেই ছক্কা হয়ে যাচ্ছেন। তাই মাটিতে আছড়ে পড়ার আগেই বল বাউন্ডারি লাইনের ভেতরে ছুঁড়ে দেন লোকেশ।
যে কারণে ওই বলে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ২ রান সংগ্রহ করলেও তা আর ছক্কা হয়নি। দলকে নিশ্চিত ছক্কার হাত থেকে বাঁচালেন রাহুল।