বকেয়া বেতনের দাবিতে মানবকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের মানববন্ধন

Share

বকেয়া বেতন পরিশোধের দাবিতে দৈনিক মানবকণ্ঠের সাংবাদিকরা মানববন্ধন করেছেন। এ সময় সাংবাদিকরা বেতন পরিশোধের কথা দিয়ে সীমাহীন উদাসীনতা প্রকাশ ও টালবাহানা করছে বলেও অভিযোগ করেন। শনিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবকণ্ঠের সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, আসলে ধৈর্যের একটা সীমা থাকে, সেই সীমা ছাড়িয়ে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া বেতন বা পাওনা আদায় করা। সাত মাস পার হয়ে গেছে, আপনারা তাদের বেতন দেবেন বলে আমাদের সঙ্গে কথা হয়েছিল। বলেছিলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বেতন দেবেন। আপনারা সেই জায়গায়ও আজকে নেই। আমরা টেলিফোন করলে ধরেন না, যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া দেননি। আমরা উপায় না দেখে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সাংবাদিক মানিক লাল ঘোষসহ মানবকণ্ঠ থেকে চাকরিচ্যুত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

ধর্ষণের ঘটনায় আজহারির স্ট্যাটাস

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।...

উত্তরার ঘটনায় চাঞ্চল্যকর মোড়, সেই যুগল দম্পতি নয়

ঢাকার উত্তরায় সম্প্রতি দম্পতির ওপর হামলার ঘটনায় নতুন দিক উন্মোচিত হয়েছে। মেহেবুল...

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

সমালোচনার মুখে টিএসসিতে গিয়ে পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

সমালোচনার মুখে পড়ে অবশেষে টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো...