পিআরপি ইনজেকশন নিয়েছেন মুস্তাফিজ, কারণ কী?

Share

লাল সবুজ জার্সিতে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল মুস্তাফিজুর রহমানের। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে নিয়ে বেশ চর্চাও করা হয় ক্রিকেট মহলে। ডেথ ওভারে প্রতিপক্ষের জন্য হয়ে উঠেন ভয়ংকর। সেই অপ্রতিরোধ্য আলোকরশ্মি এখন বড্ড বেশি মলিন। কতশত প্রশ্নবাণে আহত। নিজেকে ফিরে পাওয়ার আপ্রাণ প্রচেষ্টাই ফিজ। চোট ও অফফর্ম নিয়ে আসন্ন আইপিএলে দল পাননি এই তারকা।

জাতীয় দলেও সেভাবে নিজেকে দিতে পারছেন না, এরই মাঝে চোটও এখন বেশ তাড়া দিয়ে থাকে তারে। ফলে ইনজুরির জন্য প্লাটিলেট রিচ প্লাজমা (পিআরপি) ইনজেকশন নিয়েছেন টাইগার পেসার ফিজ। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি মেডিকেল বিভাগ। প্রতিবেদনটিতে আরও জানায়, ইনজেকশনের জন্য বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। ওই বিশ্রাম শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে ক্রিকবাজকে বলেছে, ‘তাকে পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তাকে মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। মুস্তাফিজ নতুন কোন ইনজুরিতে পড়েননি। পূর্বে তার কাঁধে যে অপারেশন হয়েছিল সেটা মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করে। ওটা ম্যানেজ করেই তিনি খেলছিলেন।’

পিআরপি ইনজেকশনের পর সাধারণত একজন খেলোয়াড়ের সম্পূর্ণ সুস্থ হতে সাত থেকে ১০ দিন সময় লাগে। বিসিবির মেডিকেল বিভাগ ফিজকে নিয়ে আরও জানায়, ‘সাধারণত পিআরপি ইনজেকশন নিরাময়কে উদ্দীপিত করার জন্য এবং পুনর্জন্মের মাধ্যমে ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়।’

ঈদের পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন মুস্তাফিজ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে পারেন তিনি। এদিকে জল্পনা চলছে এই পেসারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যেতে পারে, যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানা যায়নি।

প্রাইম ব্যাংকের একজন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘তিনি কবে ফিট হন আগে দেখা যাক। আমরা তাকে বাজেটের মধ্যে পেলে দলে নেব।’

Related Articles

শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো মারাত্মক অনিশ্চয়তার...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...

শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন

ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা...