কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন- এমন খবর ছড়িয়ে পড়েছে নেটিদুনিয়ায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হচ্ছে, কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসার পর তিনি নাকি নিজেই সব কাজ বাতিল করে দিয়েছেন।
তবে এ খবর সত্য নয় বলে জানিয়েছেন নুসরাত জাহান। তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, তার জ্বর এসেছে। চিকিৎসক ‘ভাইরাল ফিভার’ বুঝে সেই মতো তাকে ওষুধ দিয়েছেন।
তবে নুসরাত এখনও কোভিডের পরীক্ষা করেননি। তিনি বলেন, ‘কোভিডে আক্রান্ত হলে আমি নিজেই সবাইকে জানাব। চিকিৎসক আমায় বললে তবেই কোভিডের পরীক্ষা করাব।’