নিউজিল্যান্ড সফরের জন্য ১৯ জনের দল ঘোষণা শুক্রবার

Share

আগেই জানা, নিউজিল্যান্ডগামী জাতীয় দলের ক্রিকেটাররা ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) করোনার টিকা নেবেন। যেহেতু টিকা দেয়া হবে, তাই ধারণা করা হচ্ছিল তার আগের দিনই (বুধবার) হয়তো দল সফরের দল ঘোষণা করা হবে।

কিন্তু না। আজ আর দল ঘোষণা হয়নি। কালও হবে না। নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে আর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হবে আগামী পরশুদিন অর্থাৎ শুক্রবার। তার আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় কুর্মিটোলা হাসপাতালে জাতীয় দলের ক্রিকেটাররা করোনার টিকা দেবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। আর টিকা দেয়া শুরু হবে বেলা পৌনে ১১টার দিকে। শুরুতেই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টিকা নেবেন বলেও জানা গেছে।

এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, শুক্রবার সকালে দল ঘোষণা করা হবে। নান্নু বলেন, ‘যেহেতু করোনার টিকা নেবে ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করবো।’

নান্নু আরও জানান, প্রথমে কথা ছিল দল হবে ২০ জনের, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন ১৯ জন।

Related Articles

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেন না সোহানরা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে...

ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, বড় সংঘাতের আশঙ্কা

ভারত-পাকিস্তান বিরোধের জেরে এবার স্থগিতই হয়ে গেল পিএসএল। এর আগে গতকাল পিএসএলের...

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, মাঝপথে বন্ধ আইপিএল ম্যাচ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াজ্ঞনেও । ধর্মশালায় আজ নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই...

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২...