
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দলের দীর্ঘদিনের ওপেনার হার্ড হিটার তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার নিজ দল ফরচুন বরিশালের হয়ে বেক্সিমকো গ্রুপ ঢাকার বিপক্ষে তিনি খেলেছেনও। ম্যাচে তিনি নিজের ইনিংস বড় করতে পারেননি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, আউট হওয়ার পরেই তার শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়। যার কারণে দ্রুত হোটেলে ফিরে যান। তার স্থলে ম্যাচে অধিনায়কত্ব করেন মেহেদি হাসান মিরাজ।
তামিম লিখেন, গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি। কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।
https://www.facebook.com/TamimOfficial/posts/3916876524990829