তসলিমা নাসরিনের বই রাখায় অমর একুশে বইমেলায় স্টল ভাঙচুর

Share

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বই রাখা ও বিক্রির অভিযোগে বই মেলায় স্টল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে এই ঘটনা ঘটে। লেখিকার ‘চুম্বন’ বই রাখার অভিযোগে স্টলটি ভাঙচুর হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, স্টলটির নাম সব্যসাচী। এটি বই মেলার ১২৮ নম্বর স্টল। সর্বশেষ তথ্যমতে, প্রশাসনের পক্ষ থেকে স্টলটি বন্ধ রাখা হয়েছে। বিক্ষুদ্ধ জনতার পাশাপাশি পুলিশকেও সেখানে অবস্থান করতে দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, স্টলে শতাব্দী ভবক নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়েছে। তাকে থানায় নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি যে অপরাধ করেছেন, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হবে। পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এর আগে আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সব্যসাচীর প্রকাশক ও অভিনেত্রী সনজানা মেহেরানের অভিযোগ— প্রতি বছরই তসলিমা নাসরিনের বই প্রকাশ করেন তিনি। বাংলাদেশ বইমেলায় ফি-বছর সেই বই বিক্রিও হয়। সে দেশে তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় অল্পবিস্তর হুমকিও পেতে হয়। কিন্তু কোনও দিনই তা মারাত্মক আকার ধারণ করেনি। তাই ডাকাবুকো অভিনেত্রী মাথা ঘামাননি কখনও। তিনি জানিয়েছেন, এ বছরও তিনি প্রকাশ করেছেন তসলিমার ‘চুম্বন’ বইটি। তার পর থেকেই একের পর এক হুমকিবার্তা আসছে তাঁর কাছে।

সানজানার দাবি, যাঁরা তসলিমার ‘চুম্বন’ বইটির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, তাঁরা হয়তো জানেনই না ওটি আসলে একটি ছোটগল্পের সংকলন। কোনও উস্কানিমূলক লেখা নয়। সনজানার উপর চাপ রয়েছে তসলিমার লেখা বই সরিয়ে ফেলার। তাঁর দাবি, যাঁরা তসলিমার ‘চুম্বন’ বইটির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, তাঁরা হয়তো জানেনই না ওটি আসলে একটি ছোটগল্পের সংকলন। কোনও উস্কানিমূলক লেখা নয়।

Related Articles

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । শুক্রবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার...

রেমিট্যান্স আহরণে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড

মাস শেষ না হতেই চলতি মার্চে ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স আয় এসেছে।...

এরদোয়ানের হাতেই বন্দি তুরস্কের গণতন্ত্র

তুরস্কে গণতন্ত্রের অবস্থা দিন দিন সংকটাপন্ন হয়ে উঠছে। দুই দশকেরও বেশি সময়...

জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন : অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন,...