জাতীয় দলে ডাক পেয়ে ফ্যাঞ্চাইজি কে বিদায় গেইলের

Share

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগ (পিএসএল ) ছেড়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই বিরতি পড়ল তার এবারের পিএসএল যাত্রায়। জাতীয় দলের ডাকে এই পদক্ষেপ নিলেন তিনি।

আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচী আছে ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ তিনটি হবে ৪, ৬ ও ৮ মার্চ। এই সিরিজের জন্য গেইলকে স্কোয়াডে রাখবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তাই মাঝপথে পিএসএল ছাড়তে বাধ্য হলেন ক্যারিবিয়ান দানব। এবারের পিএসএলে দুইটি ম্যাচে যথাক্রমে ২৪ বলে ৩৯ ও ৪০ বলে ৬৮ রানের দুইটি ইনিংস খেলেছেন দ্য ইউনিভার্স বস। তবে একটিতেও জয় পায়নি তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস।

সোমবার রাতে লাহোর কালান্দারসের বিপক্ষে ম্যাচের পর গেইল বলেছেন, ‘এখন পিএসএল ছেড়ে যাওয়াটা দুঃখজনক। কারণ আমি পুরো মৌসুমটা খেলতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পিএসএলে আধিপত্য বিস্তার এবং ভক্ত-সমর্থকদের জন্য আনন্দের কিছু উপহার দেয়া।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আমি লাহোরে টুর্নামেন্টের দ্বিতীয়ভাগে যোগ দেয়ার ব্যাপারে আশাবাদী। দুইটি হার দিয়ে আমরা শুরু করতে চাইনি। তবে এখন মাত্র টুর্নামেন্ট শুরু। আশা করি আমরা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে ঘুরে দাঁড়াবো এবং এ দুই ম্যাচ ভুলে নতুন করে শুরু করব।’

Related Articles

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২...

এল ক্লাসিকো জিতে কোপার চ্যাম্পিয়ন বার্সা

আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ‘না, না’। ব্লাঙ্কোস কোচ কার্লো...

শেষ পর্যন্ত কোপার ফাইনালে খেলার সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি আরএমটিভির মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে প্রচারণা, রেফারিদের কান্না, রিয়ালের পক্ষ...

ফুটবলে হামজা উন্মাদনা, অনলাইন টিকিটের চিন্তা বাফুফের

প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরতেই দেশের ফুটবলে উন্মাদনা...