জমির বিরোধে চাচাকে খুন

Share

কুমিল্লার বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাদের হাতে খুন হয়েছেন শাহজাহান (৫৫) নামে এক ব্যাক্তি। শনিবার দিবাগত রাতে বরুড়া উপজেলার আদ্রা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরুড়া উপজেলা আদ্রা গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে জড়ায় শাহজাহান ও তার ভাতিজা শরিফ। এ নিয়ে শনিবার রাতে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শরিফ ও তার ভাইয়েরা মিলে শাহজাহানকে মারধর ও ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়।

বরুড়ার আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বলেন, জমির মাপ নিয়ে শাহজাহান ও তার ভাই সোলেমানের সঙ্গে বিরোধ চলছিলো। এ নিয়ে সালিস হওয়ার কথা ছিলো। গতরাতে হঠাৎ শাহজাহানের সঙ্গে সোলেমানের ছেলেদের সাথে মারামারির ঘটনা ঘটে। পরে শাহজাহান মারা যান।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Related Articles

ধুনটে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের মওলা...

ভেদরগঞ্জে ভূমিহীন গৃহহীনদের ভাগ্য বদলে হচ্ছে নতুন ঠিকানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে নতুন ঠিকানা তৈরির...