চ্যানেল আই অ্যাওয়ার্ড পেলো ইভ্যালি

Share

‘সেফ কিপার চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ পেলো দেশিয় ই-কমার্স ভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। ই-কমার্স ক্যাটেগরিতে শ্রেষ্ঠ ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে এই সম্মাননা পুরস্কার পায় ইভ্যালি।

২৬ ফেব্রুয়ারি চ্যানেল আই ভবনের চেতনা চত্বরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কার পদক তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

এ সময় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম আয়োজিত এমন অনুষ্ঠানে আমাদের সম্মানিত করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সম্মাননা আমাদের মতো দেশিয় উদ্যোগ ও উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলো।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইভ্যালি।

২০২০ সালে এশিয়া ওয়ান সাময়িকীর বাংলাদেশে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পায় ইভ্যালি। এছাড়াও ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব কর্তৃক করোনাকালীন সময়ে অনবদ্য অবদানের জন্য ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড ও পায় ইভ্যালি।

Related Articles

ঢাকার বুকে একটুকরো আরব: বাংলাদেশে প্রথম অ্যারাবিক রেস্টুরেন্ট লাহাম মানদি’র যাত্রা শুরু।

আরবী সংস্কৃতির রয়েছে হাজার বছরের ইতিহাস। প্রাচীনকাল থেকে ঐতিহ্যবাহী এবং আভিজাত্যপূর্ণ আয়োজনের...

আশুলিয়ায় ২২ কারখানায় সাধারণ ছুটি

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ২২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা...

উন্মুক্ত হলো ‘ধ্বনি’ সফটওয়্যার

ইজনোরশেন সফলতার সাথে তথ্য ও প্রযুক্তি বিভাগের ধ্বনি সফটওয়্যারটি বাস্তবায়ন করছে। এই...

অভিজ্ঞতা ছাড়াই মিলছে একাউন্টস অফিসারের চাকুরী ?

একাউন্টস অফিসার খুজছে দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্লু বেল ডিজাইন অ্যান্ড...