নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি শেখ শাহিনুল হক শাহীন (৫০) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত সোয়া ১১ টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনাটি ঘটে। নিহত শেখ শাহিনুল হক শাহীন দৌলতপুর কাত্তিককুল এলাকার জনৈক আ: রশিদের ছেলে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। নিহত শাহীন বিভিন্নস্থানে আত্মগোপনে থাকত।
তিনি আরও বলেন, শনিবার রাত সোয়া ১১ টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক ব্যক্তির লাশ পড়ে আছে এমন সংবাদ থানায় দিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের লাশ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনা শুনে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে রাতে বাগমারা ও তার আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।