ক্রাইস্টচার্চে রুমবন্দি টাইগাররা

Share

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য বুধবার নিউজিল্যান্ডে নেমেই করোনা টেস্ট করানো হয়েছে তামিম ইকবালদের। এই সফরে পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে যাওয়া বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, টেস্ট হলেও সেটির রেজাল্ট এখনো হাতে এসে পৌঁছেনি।

ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর ২০ সদস্যের বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রথম এক সপ্তাহ তামিমদের কাটছে ক্রাইস্টচার্চের সরকারি কোয়ারেন্টিন সেন্টারে। এখানে প্রথম এক সপ্তাহ রুমবন্দিই থাকতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। করোনার কারণে প্রচলিত এই ‘বন্দিদশা’ থেকে খেলোয়াড়দের মুক্তি মিলবে আরো একাধিক পরীক্ষার পর। তেমনটাই জানিয়েছেন জালাল ইউনুস, ‘বুধবারই আমাদের কভিড পরীক্ষা করানো হয়েছে। সেটির ফল এখনো পাইনি। বৃহস্পতিবার আমরা রক্তও পরীক্ষা করাতে দিয়েছি। সেই পরীক্ষার ফলও দ্রুতই পাব বলে আশা করছি।’

নিউজিল্যান্ড এমনিতেই শীতপ্রধান দেশ। তার ওপর ক্রাইস্টচার্চের হিমেল হাওয়া হাড়ে কাঁপন ধরিয়ে দেয়। সেই ঠাণ্ডা অবশ্য স্পর্শ করতে পারছে না ক্রিকেটারদের। কারণ তাঁদের তো প্রথম সাত দিন ঘর থেকে বেরোনোই বারণ! বরং হিটারের পাশাপাশি রুমেই রয়েছে গা গরম রাখার ব্যবস্থা। কয়েকজন খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমের ভেতর সাইক্লিং করার ছবি পোস্টও করেছেন। কোনো কোনো ক্রিকেটার আবার রুমে ব্যায়াম করেও শরীর মেদহীন রাখার চেষ্টা করছেন।

তবে সব কিছুই তাঁদের করতে হচ্ছে একা একা। দলের সঙ্গে যাওয়া বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, আপাতত পাশের রুমের টিমমেটের সঙ্গেও দেখা করার সুযোগ নেই, ‘পরবর্তী তিন দিনে আমাদের তিনবার করে কভিড টেস্ট হবে। সব রিপোর্টে নেগেটিভ এলে সপ্তম দিন থেকে জিম করার সুযোগ পাবেন ক্রিকেটাররা।’

কোয়ারেন্টিন পর্বের এখানেই শেষ নয়। অষ্টম দিন থেকে ক্রিকেটাররা প্র্যাকটিসের সুবিধা পাবেন, তবে পাঁচজনের ছোট ছোট গ্রুপে। এক সপ্তাহের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হবে ১৪ দিনের কোয়ারেন্টিন। এরপর তামিম ইকবালরা যাবেন কুইন্সটাউনে, পাঁচ দিনের অনুশীলন ক্যাম্পে। এখানে আর দলগত অনুশীলনে বাধা থাকবে না।

Related Articles

এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ডান অ্যাঙ্কেলে চোট—সবকিছু মিলিয়ে কঠিন এক সপ্তাহ কাটছে...

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে...

আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা

আইপিএল ২০২৫-এ একটিও ম্যাচ না খেলেই গুজরাট টাইটান্স শিবির ছাড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার...