করোনায় আক্রান্ত খুলনার এমপি জুয়েল

Share

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। তার ব্যক্তিগত সহকারী ও মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সেখ সালাহউদ্দিন জুয়েলের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ বাসভবনেই অবস্থান করছিলেন। বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) রাতে অসুস্থ বোধ করায় তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এখন তার শরীরের অবস্থা ভালো আছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, গত চার থেকে পাঁচদিন আগে সাংসদ সেখ সালাহউদ্দিন জুয়েলের জ্বর হয়। তারপর সন্দেহ হওয়ায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তবে সংসদ সদস্যের পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন।

এদিকে সেখ সালাহউদ্দিন জুয়েলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুলনাবাসীসহ দেশবাসীর দোয়া ও প্রার্থনা কামনা করেছেন সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা।

Related Articles

চলে গেলেন রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার

একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে...

এইচ টি ইমাম ইন্তেকাল করেছেন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমাম ইন্তেকাল করেছেন। বুধবার (৩...

পুলিশ শূুধু আমাদেরকেই কেন মারে ? ইশরাকভক্ত ছোট শিশু ইয়াসিন আরাফাতের প্রশ্ন

ছোট শিশু আরাফাত । পড়াশুনা করছে লিটল ইস্টার কিন্ডার গার্ডেনের ৪র্থ শ্রেণীতে...

বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার স্ত্রীর মৃত্যুতে ইন্জিনিয়ার ইশরাকের হোসেনের শোক

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী মরিয়ম বেগম আর নেই...