করোনার ভয়ে ভারতে টি২০ বিশ্বকাপে বড় দল নিয়ে আসছে নিউজিল্যান্ড

Share

এক দিকে ভারতীয় দল যখন টি২০ বিশ্বকাপের কথা ভেবে বেশ কিছু ক্রিকেটারকে আলাদা করে অনুশীলন করাচ্ছে, নিউজিল্যান্ড দল তখন বেশি ক্রিকেটার নিয়ে খেলতে আসার কথা ভাবতে শুরু করে দিয়েছে। আগামী টি২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ার কথা। করোনাভাইরাস এখনো আতঙ্ক সৃষ্টি করে রাখায়, সব পরিকল্পনার মধ্যেই রাখতে হচ্ছে সংক্রমণের ভাবনা।

ভারতের আগের চেয়ে অনেকটা কম সংক্রমণ হলেও এখনো নির্মূল হয়ে যায়নি করোনা। তাই ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে ২০ জনের দল নিয়ে আসতে চান নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘করোনা যে ভাবে প্রতি মুহূর্তে নিজেকে বদলে ফেলছে, আমার মনে হয় ২০ জনের দল নিয়ে যাওয়া উচিত। দলে বেশি ক্রিকেটার থাকলে নিজের পরিকল্পনা অনুযায়ী খেলা যাবে। সব সময় কাউকে পাওয়া যাবে যে মাঠে নামার জন্য তৈরি। এমন কিছু ক্রিকেটারও বিশ্বকাপ খেলতে যেতে পারে, যারা হয়তো আগে নিউজিল্যান্ডের হয়ে খেলেনি।’

সোমবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। টি২০ বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজেই সেরে রাখতে চাইছেন স্টিড। অস্ট্রেলিয়া এই সিরিজে প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। নিউজিল্যান্ড কোচ যদিও হালকাভাবে নিতে চাইছেন না অস্ট্রেলিয়াকে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার এই দলটাও ভয়ঙ্কর। ওদের দলে হয়তো এমন কিছু নাম নেই যা আমরা আশা করেছিলাম। তবুও ওরা যথেষ্ট শক্তিশালী।’
সূত্র : আনন্দবাজার

 

Related Articles

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২...

এল ক্লাসিকো জিতে কোপার চ্যাম্পিয়ন বার্সা

আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ‘না, না’। ব্লাঙ্কোস কোচ কার্লো...

শেষ পর্যন্ত কোপার ফাইনালে খেলার সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি আরএমটিভির মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে প্রচারণা, রেফারিদের কান্না, রিয়ালের পক্ষ...

ফুটবলে হামজা উন্মাদনা, অনলাইন টিকিটের চিন্তা বাফুফের

প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরতেই দেশের ফুটবলে উন্মাদনা...